আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে মৌনি অমাবস্যায় পুণ্য স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। আহত অন্তত ৬০। এই ঘটনায় কুম্ভমেলার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। এই দুর্ঘটনার পর আবার বড় সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বদলে দিয়েছেন কুম্ভের প্রায় গোটা নিয়মই।
বুধবারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই মহাকুম্ভে আরও ভাল ট্রাফিক ম্যানেজমেন্ট ও সহযোগিতার নির্দেশ দিয়েছেন যোগী। বুধবার রাতেই পুলিশের শীর্ষকর্তা ও আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। প্রয়াগরাজ ছাড়াও কৌশাম্বী, বারাণসী, অযোধ্যা, মির্জাপুর, বস্তি, জৌনপুর, চিত্রকূট, ভাদোহি, রায়বরেলি, গোরখপুরের আধিকাকরিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
তাঁর নির্দেশগুলি এরকম:
১: আগত পুণ্যার্থীরা যাতে বিনা বাধায় এগিয়ে যেতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। কোথাও যেন অযথা ভিড় বা জমায়েত না হয় এবং রাস্তাতেও যাতে যানজট না হয়, তা নিশ্চিত করতে হবে।
২: ভিড় সামাল দিতে সীমান্ত পয়েন্টগুলিতে হোল্ডিং এরিয়া তৈরি করতে হবে। পুণ্যস্নানের পর ফেরার পথে কোনও বাধা যাতে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
৩: রাস্তার ধারে থাকা দোকানগুলি ফাঁকা জায়গায় স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন যোগী।
৪: অযোধ্যা–প্রয়াগরাজ, কানপুর–প্রয়াগরাজ, ফতেহপুর–প্রয়াগরাজ, লখনউ–প্রতাপগড়–প্রয়াগরাজ ও বারাণসী–প্রয়াগরাজের মতো গুরুত্বপূর্ণ রুট যাতে বন্ধ না হয়, তার জন্য পুলিশ অফিসারদের পেট্রোলিং বাড়াতে বলেছেন মুখ্যমন্ত্রী।
৫: খাবার ও জলের যথাযথ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
৬: থাকবে না কোনও ভেহিকল জোন।
৭: ভিভিআইপি পাস বাতিল করা হয়েছে।
