আজকাল ওয়েবডেস্ক: বাড়ির মধ্যে স্ত্রী ও তিন সন্তানকে লক্ষ্য করে গুলি চালালেন এক বিজেপি নেতা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিজেপি নেতার কাণ্ডেই আতঙ্ক ছড়াল এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর দুই সন্তানের। হত্যাকাণ্ডের পর বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। শনিবার পুলিশ জানিয়েছে, বিজেপি নেতা যোগেশ রোহিল্লা স্ত্রী ও তিন সন্তানকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে তাঁর এক ছেলে এবং ১১ বছর বয়সি মেয়ের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্ত্রী ও আরও এক সন্তান। 

 

গুলি চালানোর পর পুলিশকে ফোন করে যোগেশ নিজেই জানান। দ্রুত বিজেপি নেতার বাড়িতে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই আটক করা হয় যোগেশকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুকটিও উদ্ধার করে পুলিশ। 

 

জেরায় যোগেশ জানিয়েছেন, স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ হয়েছিল। স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত বলেই সন্দেহ হয়েছিল তাঁর। গত কয়েকদিন ধরেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। এলাকায় কারো সঙ্গে কোনও কথা বলেননি। সন্দেহবশত স্ত্রীকে খুন করতে চেয়েছিলেন। তার জেরেই হত্যাকাণ্ডটি ঘটান। বিজেপি নেতার এহেন কাণ্ডে এলাকায় আতঙ্কে ঘরবন্দি বাসিন্দারা।