আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বাসতি। সেখানকার সার্কেল অফিসার প্রদীপ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, এক নাবালক আত্মহত্যা করেছে। কারণ কী? এই বয়সে কেন এক নাবালক বেছে নিল চরম পথ? শেষ করে দিল নিজের জীবন?
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই নাবালকের পরিবার বিস্ফোরক অভিযোগ দায়ের করেছে। কী বলছেন পরিবারের সদস্যরা? তাঁরা জানিয়েছেন, ওই নাবালক গ্রামেরই অন্য একজনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল। সেখানে যায়, বাড়ি ফিরে আসে মাঝরাতে। পরের দিন সকালে বাড়ির সকলকে জানায় বীভৎস অভিজ্ঞতার কথা।
কী জানিয়েছিল সে? পরিবারের সদস্যরা জানিয়েছেন, জন্মদিনের অনুষ্ঠানে তাকে নগ্ন করে মারধোর করা হয়, তার গায়ে প্রস্রাব করা হয়। চলে অকথ্য অত্যাচার। পরিবারের লোকজন প্রশ্ন করছেন, তাহলে কি এসব পূর্বপরিকল্পিত ছিল? সব পরিকল্পনা করেই ডাকা হয়েছিল ওই কিশোরকে অনুষ্ঠানে? অভিযোগ, ২০ডিসেম্বর এই ঘটনা ঘটে। পরের দিন সব শুনে থানায় অভিযোগ দায়েরের জন্য গেলেও, পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। উলটে কিশোরকে ফের হেনস্থা করা হয়। তারপরেই চরম পথ বেছে নিয়েছে সে।
সেখানকার সার্কেল অফিসার জানিয়েছেন, আত্মহত্যা সম্পর্কিত একটি মামলা দায়ের হয়েছে।
