আজকাল ওয়েবডেস্ক: নিয়ম ভেঙে গাড়ি চালানোর অভিযোগে একটি এসইউভি থামিয়েছিলেন এক ট্রাফিক পুলিশকর্মী। সেই সময় গাড়ির চালক ওই কনস্টেবলকে প্রায় ১০ কিলোমিটার পথ গাড়িতে তুলে নিয়ে ঘোরান বলে অভিযোগ উঠল। মঙ্গলবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত ১৫ নভেম্বর, সরোজিনী নগর থানা এলাকার শহীদ পথে। পুলিশের বক্তব্য, কৃষ্ণ কুমার গোস্বামী নামে স্করপিও গাড়ির ওই চালক ট্রাফিক আইন না মেনে দ্রুত গতিতে চলে যাচ্ছিলেন। ঘটনার জেরে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

কনস্টেবল রণজিৎ কুমার যাদব তাঁর অভিযোগে জানিয়েছেন, দুপুর পৌনে ১টা নাগাদ ঘটনাটি ঘটে। কালো স্করপিও গাড়িটির কোনও নম্বর প্লেট ছিল না। চালক যাত্রী তোলার জন্য গাড়িটি থামালে ট্রাফিক পুলিশ কর্মীরা এগিয়ে যান।

চালক প্রথমে পুলিশের কথা শুনতে রাজি হননি। উল্টে, কনস্টেবল রণজিৎ কুমার যাদব গাড়িতে ঝুলে থাকা অবস্থাতেই দুই যাত্রী-সহ দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে দেন। শেষমেশ অন্য এক ট্রাফিক পুলিশের সাহায্যে সেওয়াই পুলিশ পোস্টের কাছে গাড়িটিকে থামানো সম্ভব হয়। সরোজিনী নগর এলাকার বাসিন্দা গোস্বামী গাড়ি থামার পর যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলাকালীন ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।

সহকারী পুলিশ কমিশনার (কৃষ্ণ নগর) রজনীশ ভার্মা জানিয়েছেন, সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় গোস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভার্মা মঙ্গলবার জানান, "ধৃতকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেলে পাঠানো হয়েছে। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।"