আজকাল ওয়েবডেস্ক: শ্রীনিবাস বিভির জায়গায় এলেন উদয় ভানু চিব। হাত শিবিরে হাত বদল। রবিবার কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কংগ্রেস সভাপতি ভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং জম্মু ও কাশ্মীর প্রদেশে যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি উদয় ভানু চিবকে ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত করেছেন। উদয় ভানু এই মুহূর্তে জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য গঠিত কংগ্রেসের ইশতিহার কমিটির সদস্যও। 

 

জম্মু ও কাশ্মীর নির্বাচনের আগে, সেখানকার প্রাক্তন প্রদেশ কংগ্রেস যুব সভাপতি এলেন ভারতীয় কংগ্রেসের যুব সভাপতির জায়গায়। রাজনৈতিক মহলের মতে, এই রদবদল ভোটের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, এনসির সঙ্গে জোট বেঁধে উপত্যকায় এই নির্বাচন লড়ছে কংগ্রেস। ১০ বছর পর বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে। এনসি লড়ছে ৫২ আসনে, কংগ্রেস ৩১টিতে।

 

অন্যদিকে উদয়কে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীনিবাস। তাঁকে কাজের সুযোগ দেওয়ার জন্য তিনি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়াঙ্কা গান্ধী,কে সি বেনুগোপালকে ধন্যবাদ জানিয়েছেন। 

 

অন্যদিকে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি পদেও রদবদল ঘটেছে।বঙ্গে শেষ হয়েছে অধীর জমানা। শনিবার জানা গিয়েছেন, অধীরের পর, রাজ্যে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। 

 

শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ঘোষণা করেন, রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন শুভঙ্কর সরকার। এর আগে কংগ্রেসের গুরু দায়িত্ব সামলাতে হয়েছে তাঁকে। শুভঙ্কর সরকার সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক ছিলেন। এর পাশাপাশি মল্লিকার্জুন খাড়্গে এবং কে সি বেণুগোপাল জানান, সংগঠনের ক্ষেত্রে অধীর চৌধুরীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।