আজকাল ওয়েবডেস্ক: কর্নাটকের হাম্পিতে বিদেশি পর্যটকদের ওপর হামলা এবং দু'জনকে গণধর্ষণের অভিযোগ উঠল। তাদের মধ্যে একজন ইজরায়েলি পর্যটক। আরও তিনজন পর্যটককে মারধর করার ঘটনা ঘটেছে বলেও দাবি। ইউনেস্কো দ্বারা স্বীকৃত হাম্পিতে এই ঘটনায় শোরগোল পড়েছে। 

বৃহস্পতিবার রাতে ঘুরতে সানাপুর লেকের কাছে গিয়েছিলেন পাঁচ জন। তাঁদের মধ্যে ছিলেন একজন ইজরায়েলি, একজন আমেরিকান পর্যটক, বাকিরা ভারতীয়। তাঁদের ওপরই হামলার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, তিনজন অভিযুক্ত বাইকে করে এসেছিল। পর্যটকদের কাছ থেকে প্রথম পেট্রোল পাম্পের ঠিকানা চেয়েছিল। তারপর তাঁদের থেকে ১০০ টাকা করে চায়। সেই টাকা দিতে অস্বীকার করায় পর্যটকদের ওপর চড়াও হয় দুষ্কৃীরা। 

মারধর করে প্রথমে আমেরিকান পর্যটক-সহ তিনজনকে লেকে ফেলে দেয় দুষ্কৃতীরা। তারপর ওই ইজরায়েলি পর্যটক এবং তাঁর সঙ্গী তরুণীকে তারা ধর্ষণ করে বলে অভিযোগ। হামলার শিকার হওয়া তিনজন পর্যটকের মধ্যে ড্যানিয়াল এবং পঙ্কজ কোনও রকম বেঁচে গিয়েছেন। তবে বিভাস নামে তৃতীয় জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

ইজরায়েলি পর্যটক ছাড়া যাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তিনি এক হোমস্টের মালিক। তিনিই এই ইস্যুতে মামলা দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, বাইকে করে তিনজন এসেছিল যারা তেলেগু এবং কন্নড় ভাষায় কথা বলছিল। তাঁর দাবি, তাঁদের ধর্ষণ তো করাই হয়েছে, বাকিদেরও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। 

পুলিশের অনুমান, স্থানীয় যুবকরাই এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের খুঁজতে স্নিফার ডগ থেকে শুরু করে স্পেশ্যাল টিম গঠন করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক আশ্বাস দিয়েছেন যে অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। পুলিশ জানিয়েছে যে মহিলারা একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি বলেছেন, "সানাপুরের কাছে মোট পাঁচজন (দুই মহিলা এবং তিনজন পুরুষ) আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দু'জন বিদেশি (একজন আমেরিকান এবং একজন ইসরায়েলের মহিলা)। মহিলা তাঁর অভিযোগে বলেছেন যে, মারধরের পাশাপাশি অভিযুক্তরা দুই মহিলাকে যৌন নির্যাতন করেছে।"