আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ত রাস্তায় দ্রুত গতিতে বাইক চালানোর দোষে মর্মান্তিক পরিণতি দুই যুবকের। ভরা রাস্তায় দুই যুবককে কুপিয়ে খুন করল একদল কিশোর। ভয়াবহ হত্যাকাণ্ডের পর চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নয়া দিল্লির বাওয়ানা এলাকায়। নারেলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় জি-ব্লকের কাছে দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন ২০ বছরের এক যুবক। তার পিছনেই বসেছিলেন আরেক যুবক। দ্রুত গতিতে বাইক চালানোর জেরে তাঁদের বাইক আটকায় একদল কিশোর।
এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। দ্রুত গতিতে বাইক চালানোর জন্য যুবকদের ক্ষমা চাইতে বলে তারা। এরপরই হাতাহাতি শুরু হয়। এর মাঝেই দলের মধ্যে দুই কিশোর আচমকা ধারাল ছুরি দিয়ে কোপ বসায় দুই যুবকের পেটে। রক্তাক্ত অবস্থায় তাঁরা দুইজনেই লুটিয়ে পড়েন। ততক্ষণে কিশোররা পালিয়ে যায়।
খুনের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে মৃত যুবকদের পরিবারের তরফে জানানো হয়েছে, দুইজনেই দীপাবলির বোনাস নিয়ে বাড়ি ফিরছিলেন। গয়না ও টাকা চুরি করার উদ্দেশ্যেই কিশোররা খুন করেছে বলেই অভিযোগ। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
