আজকাল ওয়েবডেস্ক: বাড়ি ফেরার পথে হঠাৎ টায়ার ফেটে যায়। রাস্তার একপাশে বসে সেই টায়ার মেরামত করছিলেন দুই কৃষক। আচমকাই সজোরে ধাক্কা মারে বেপরোয়া গতির এক গাড়ির। সেই রাস্তাতেই মর্মান্তিক পরিণতি তাঁদের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সালমেরে। পুলিশ জানিয়েছে, শনিবার দুর্ঘটনাটি ঘটেছে সাঙ্গার এলাকায়। মৃতেরা হলেন, বুরা রাম(৪২) এবং সুরাট রাম(৫১)। পেশায় দু'জনেই কৃষক। পাঁচপাদাড়ার বাসিন্দা ছিলেন তাঁরা। চাষের কাজে ট্রাক্টর ট্রলি নিয়ে মোহনগড়ের দিকে যাচ্ছিলেন। ভেলানি টোল পোস্টের কাছে তাঁদের ট্রাক্টরের টায়ার ফেটে যায়।
তখন রাস্তার একপাশে দাঁড়িয়ে টায়ার মেরামত করছিলেন দু'জনে। আশপাশে একাধিক গাড়ি চলাচল করছিল। হঠাৎ একটি বেপরোয়া গতির গাড়ি দু'জনকেই পিষে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দু'জনেই। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। ততক্ষণে গাড়ির চালক পালিয়ে যায়।
দ্রুত স্থানীয় হাসপাতালে দুই কৃষককে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেখানেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
