আজকাল ওয়েবডেস্ক:‌ রাজধানীতে ফের বোমাতঙ্ক। লালকেল্লার সামনে বিস্ফোরণের সবে এক সপ্তাহ কেটেছে। এরই মধ্যে ফের উড়ো মেলে আসা বোমা হামলার হুমকিকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়াল দিল্লিতে। 


মঙ্গলবার সকালে দিল্লির চারটি নিম্ন আদালত এবং একাধিক সিআরপিএফ স্কুলকে ইমেল মারফত ওই হুমকিবার্তা পাঠানো হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে। সকাল ৯টা নাগাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা একটি মেল পান। তাতে লেখা ছিল, ওই জায়গাগুলিতে মঙ্গলবারই বোমা হামলা চালানো হবে। বিষয়টি জানাজানি হওয়া মাত্রই আদালত চত্বর খালি করে দেন কর্মীরা। বন্ধ রাখা হয় শুনানি–সহ অন্য যাবতীয় কাজ।


এদিকে, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির দ্বারকা, সাকেত, পটিয়ালা হাউস এবং রোহিণী আদালতে ওই হুমকি ইমেল পাঠানো হয়। একই সময়ে প্রশান্ত বিহার এবং দ্বারকায় অবস্থিত দু’টি সিআরপিএফ স্কুলকেও একই হুমকি মেল পাঠানো হয়। সঙ্গে সঙ্গে পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের বার করে দিয়ে খবর দেওয়া হয় পুলিশে। পৌঁছোন বম্ব স্কোয়াডের কর্মীরাও। গোটা এলাকা জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়। খবর দেওয়া হয় দমকলেও। গোটা এলাকা জুড়ে তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি।