আজকাল ওয়েবডেস্ক: প্রেমের টান এবং বাড়তি মুনাফার লোভে ৬.৩ কোটি টাকা সঞ্চয় খোয়ালেন এক ব্যক্তি। 

গত ডিসেম্বরে, দিল্লির এক সংস্থার মালিক দলজিৎ সিংয়ের সঙ্গে, অনিতা নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয়। ওই মহিলা নিজেকে হায়দ্রাবাদের বাসিন্দা বলে দাবি করেন। তাঁদের পরিচয় ক্রমশ গাঢ় হয়। ক্রমশই তাঁরা ভালো বন্ধু হয়ে ওঠেন।

দলজিতেরর বিশ্বাস অর্জনের পর, অনিতা ট্রেডিংয়ের মাধ্যমে বিশাল মুনাফা অর্জনের কথা তাঁর কাছে বলেন। মহিলা দলজিৎকে তিনটি সংস্থার নাম জানান। সেগুলিতে বিনিয়োগ করলে লাভের গুড় বেশি বলেও জানিয়েছিলেন। সেই সময়ই মহিলার প্রেমে হাবুডুবু অবস্থা দলজিতের। মহিলার কথায় আস্থা রেখে দলজিৎ প্রথম ওয়েবসাইটে ৩.২ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কয়েক ঘন্টার মধ্যেই ২৪,০০০ টাকা আয় করেন। তখন তার বিশ্বাস আরও পোক্ত হয়। দলজিৎ সিং নিশ্চিত হন যে, অনিতা তাঁর শুভাকাঙ্ক্ষী এবং তাঁকে সঠিক পরামর্শ দিচ্ছেন।

এরপর তিনি তাঁর জীবনের প্রায় ৪.৫ কোটি টাকা অনলাইনের মাধ্যমে মহিলার বাতলে দেওয়া সংস্থায় বিনিয়োগ করেন। এছাড়াও বেশি মুনাফার আসায় তিনি অনিতার পরামর্শে ২ কোটি টাকা ঋণ নেন এবং তাও বিনিয়োগ করেন।

দলজিৎ সিং ৩০টি ভিন্ন লেনদেনের মাধ্যমে ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬.৫ কোটি টাকা স্থানান্তর করেন।

এরপর দলজিৎ সিং যখন তাঁর বিনিয়োগ থেকে  টাকা তোলার চেষ্টা করেন, তখন তাঁকে বিনিয়োগকৃত অর্থের ৩০ শতাংশ স্থানান্তর করতে বলা হয়। তা করতে অস্বীকার করায়, দলজিতের সঙ্গে ওই সংস্থা সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অনিতা যে তিনটি ওয়েবসাইটের কথা বলেছিলেন তার মধ্যে দু'টি বন্ধ ছিল।

সব দেখে দলজিতের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই তিনি নয়দা সেক্টর-৩৬-এর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।