আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি ভারত-পাকিস্তান। দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেখানে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, দুই দেশের সঙ্গে তার কথা হয়েছে। সেখান থেকেই দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে। সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় দুই দেশকেই ধন্যবাদ।
মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো শনিবার যুদ্ধবিরতি কথা জানিয়ে এক্স পোস্টে লিখেছেন, ‘‘ভান্স (মার্কিন ভাইস প্রেসিডেন্ট) এবং আমি গত ৪৮ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফ, ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আসিম মালিক (আইএসআই প্রধান)-সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।’’ তারই পরিণতিতে সংঘর্ষবিরতি হয়েছে বলে জানান তিনি।’’
US Secretary of State Marco Rubio tweets "Over the past 48 hours, VP Vance and I have engaged with senior Indian and Pakistani officials, including Prime Ministers Narendra Modi and Shehbaz Sharif, External Affairs Minister Subrahmanyam Jaishankar, Chief of Army Staff Asim Munir,… pic.twitter.com/GvEqICuv31
— ANI (@ANI)Tweet by @ANI
এরপরই পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক দার টুইট করে সেখানে লেখেন, পাকিস্তান এবং ভারত এই সংঘর্ষ বিরতির জন্য রাজি হয়েছেন। এটি দ্রুত কার্যকর করা হবে। পাকিস্তান সর্বদাই শান্তির জন্য কাজ করছে।
Pakistan and India have agreed to a ceasefire with immediate effect. Pakistan has always strived for peace and security in the region, without compromising on its sovereignty and territorial integrity!
— Ishaq Dar (@MIshaqDar50)Tweet by @MIshaqDar50
ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, ভারত এবং পাকিস্তান দুজনেই একে অপরের বিরুদ্ধে অভিযান বন্ধ করল। তবে জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি থাকবে।
প্রসঙ্গত, পহলেগাঁওতে জঙ্গি হানার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তাপ বাড়তে থাকে। জঙ্গি হামলার জেরে প্রাণ হারান ২৬ জন নীরিহ নাগরিক। পাকিস্তানের জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করে। এরপর থেকে দুই দেশের মধ্যে বাড়তে থাকে উত্তাপ। তারই মাঝে এই সংঘর্ষ বিরতি ফের শান্তি ফেরাবে দুই দেশের নাগরিকদের মনে।
