নিতাই দে, আগরতলা: ফের ৫ মাসের শিশু কন্যাকে হত্যা করল জন্মদাত্রী মা। ঘটনা সিপাহিজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত রামপদ পাড়া এডিসি ভিলেজে। জানা গেছে পরকীয়ার জেরে নিজের পাঁচ মাসের কন্যা সন্তান কে হত্যা করল মা। এমনই অভিযোগ জন্মদাত্রী মা সুচিত্রা দেববর্মা-র  (৩২)  বিরুদ্ধে । নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন তিনি। রবিবার এই ঘটনাটি ঘটে। অভিযুক্তের স্বামী অমিত দেববর্মা পেশায় রাবার ট্যাপিং শ্রমিক। দম্পতির আরও সাত বছরের একটি ছেলে রয়েছে।  সূত্রে জানা গেছে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এলাকার এক প্রতিবেশীর সঙ্গে সুচিত্রা দেববর্মার অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। এই সম্পর্ককে কেন্দ্র করেই পরিবারে প্রত্যেকদিন অশান্তি হতো। 

আরও পড়ুন: দিল্লিতে ভারী বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত বেড়ে ৭

পরকীয়ার জেরে চরম পরিণতির মুখে পড়ে মাত্র পাঁচ মাসের নিষ্পাপ শিশু। ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার ওসি  তাপস দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর নিথর দেহ উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত জন্মদাত্রী মাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। খবর লেখা পর্যন্ত এ ঘটনায়  পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আগামীকাল নিজের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে জন্মদাত্রী মাকে আদালতে পেশ করবে  সোনামুড়া থানার পুলিশ, জানিয়েছেন থানার ওসি শ্রী দাস।