আজকাল ওয়েবডেস্ক:‌ রেললাইনের ওপর রাখা ছিল কাঠবোঝাই বস্তা। আর তাতে ধাক্কা মারল যাত্রীবাহী ট্রেন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।


ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ। যেখানে বারবার রেল দুর্ঘটনার চক্রান্তের খবর উঠে আসছে। এবারের ঘটনাটি বৃহস্পতিবার রাতের। ওই লাইনে যাচ্ছিল বরেলি–বারাণসী এক্সপ্রেস। দিল্লি থেকে লখনউয়ের মাঝে কোনও এক জায়গায় রেললাইনের উপর রাখা ছিল কাঠবোঝাই বস্তা। যার ওজন প্রায় ৬ কেজি। রাতের অন্ধকারে তাতেই ধাক্কা মারে ট্রেনটি। যদিও চালক ও গার্ডের তৎপরতায় ট্রেন লাইনচ্যুত হয়নি। কোনওমতে ট্রেনটিকে থামান চালক। যদিও এই ঘটনায় ট্র‌্যাকের সিগনালিং ডিভাইসের ক্ষতি হয়েছে। যার ফলে লখনউ–হারদোই আপ ও ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


ঘটনার পরেই নিকটবর্তী রেল স্টেশন থেকে দল যায় ঘটনাস্থলে। রেল আধিকারিকদের দল ও চালক মিলে দীর্ঘ চেষ্টায় লাইন থেকে ওই কাঠের বস্তা সরান। প্রায় দুই ঘণ্টা পর ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়। 


এই ঘটনার কিছুদিন আগেই উত্তরপ্রদেশের কানপুরে রেললাইনের উপর মিলেছিল খালি গ্যাস সিলিন্ডার। তারও আগে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় রেললাইনের উপর থেকে মিলেছিল বিস্ফোরক। বারবার এরকম ঘটনা ঘটায় চিন্তিত রেল।