আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তার দোহাই দিয়ে পথচারীকে ট্রাফিক পুলিশের মারধরের একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। ঘটনা মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের আনন্দনগর মোড়ে। ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, রাজ্যপালের কনভয়ের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ট্রাফিক পুলিশ নির্মমভাবে মাটিতে ফেলে দিচ্ছে, লাথি মারছে। পরে ওই ব্যক্তি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে তাঁকে ফের থাপ্পড় মারছে ওই ট্রাফিক পুলিশ।
????Bhopal | #Watch: Traffic Cop Kicks, Slaps Man As Governor's Convoy Passes Byhttps://t.co/f5Mt9ES0iB#MadhyaPradesh pic.twitter.com/VZVDzXTg8e
— NDTV (@ndtv)Tweet by @ndtv
ভাইরাল ওই ভিডিও-টি সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। ফলে ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার (ডিসিপি) ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত ডিসিপি বিক্রম রঘুবংশী সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাজ্যপাল জেড+ নিরাপত্তা পান এবং দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকির কারণে কাউকে কনভয়ের কাছে যেতে দেওয়া হয় না। ট্রাফিক পুলিশের, এসিপি-কে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা এবং ভুক্তভোগীকে চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোপাল পুলিশের ডিসিপি (ট্রাফিক) বিক্রম রঘুবংশী বলেছেন, "মহামান্য রাজ্যপাল যার জেড+ ক্যাটারগির নিরাপত্তা পান। তাঁর কনভয় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, এবং পুলিশের সতর্কীকরণ সত্ত্বেও ওই ব্যক্তিটি কনভয়ের কাছে এসে পড়েছিল। সে কেন কনভয়ের কাছে এগিয়ে গিয়েছিল তা পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। ফলে ওই ব্যক্তিকে দ্রুত সরিয়ে দেওয়াই ছিল পুলিশের প্রাথমিক কাজ। তবে কেন ওই ব্যক্তিকে মারধর করলেন ট্রাফিক পুলিশ সেই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিসিপি একজন এসিপি-স্তরের আধিকারিককে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বয়ানও রেকর্ড করা শুরু হয়েছে। তদন্তে সময় লাগবে, তারপরই সত্য উদঘাটিত হবে।"
সাধারণ নাগরিকদের সুরক্ষার জন্য শপথ নেওয়া পুলিশের আচরণ সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে। লোকটি কি সত্যিই নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিলেন? সেই প্রশ্নই উঠছে। তবে, ওই ব্যক্তি কনভয়টি অতিক্রম করার জন্য অপেক্ষা করছিলেন বলে মনে হচ্ছে। একজন পছতারীকে সরাতে কি পুলিশের এ হেন আগ্রাসন খুব দরকারি? সেই প্রশ্নও তোলা হয়েছে। অনেকেই বলছেন, যদি নিরাপত্তা অগ্রাধিকার ছিল, তাহলে কেন লোকেদের কনভয়ের কাছে জড়ো হতে দেওয়া হয়েছিল? আইন কি একজন ট্রাফিক কনস্টেবলকে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এই ধরনের বল প্রয়োগের অনুমতি দেয়? যখন ভিআইপিরা অবৈধ হুটার এবং রঙিন জানালা দিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন, তখন কেন এই অতিসক্রিয়তা পুলিশ দেখায় না?
