আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ একজন বিদেশি কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে ভারতের রাজস্থানে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। ঘটনাটি পুশকরের কাছে ঘটে। রাজস্থানে কিছুদিন আগে এক অনন্য সাক্ষাতের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি ইনস্টাগ্রামে @jaystreazy নামের একটি পেজ থেকে প্রকাশ পায়৷ সোশ্যাল মিডিয়ায় পরিচিত জয় নামের এই কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি তাঁর রাজস্থান সফরের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লালা নামের এক অসাধারণ প্রতিভাবান তরুণের সঙ্গে সাক্ষাৎ করেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লালা এদেশেরই এক তরুণ। তিনি কখনও কোনও স্কুল বা কলেজে পড়াশোনা করেননি। কিন্তু এতদসত্ত্বেও তাঁর ভাষাগত দক্ষতা জয় এবং লাখো দর্শককে একপ্রকার তাক লাগিয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায়, লালা জয়কে ইংরেজিতে জিজ্ঞেস করছেন, তিনি কি ভিডিও করছেন। তাঁর সাধারণ পোশাক-পরিচ্ছদের মাধ্যমে বোঝা যায়, তিনি একটি সাদামাটা জীবনযাপন করেন। কিন্তু তার ইংরেজি, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষায় দক্ষতা সবাইকে রীতিমত বিস্মিত করেছে।

আরও পড়ুনঃ নামকরা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন যুবক, খাবার আসতেই যা দেখলেন তাতে গা গুলিয়ে উঠল, ভিডিও ভাইরালে চাঞ্চল্য 

জানা গিয়েছে, লালা শহরের বাইরে বসবাস করেন। ফলস্বরূপ প্রায়ই পর্যটকদের সঙ্গে দেখা হয়। বিভিন্ন জায়গায় এই পর্যটকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি নিজে নিজে এই ভাষাগুলো রপ্ত করেছেন। এটি তাঁর আত্মপ্রচেষ্টা এবং শেখার আগ্রহের এক অনন্য উদাহরণ।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত প্রায় ৯ মিলিয়ন (৯০ লাখ) ভিউ অর্জন করেছে। পাশাপাশি মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ মন্তব্য করে বলেছেন, 'লালা গোটা পাকিস্তানকে ইংরেজি শেখাতে পারে।' আবার কেউ বলেছেন, 'স্কুলে না গিয়েও যে এমন ভাষাজ্ঞান অর্জন করা যায়, তা লালাকে না দেখলে বিশ্বাস করা কঠিন হতো।'

আরও পড়ুনঃ আচমকা রক্তাক্ত গোটা রেস্তোরাঁ! জন্মদিন পালন করতে গিয়ে এ কী হল যুবকের? পুদুচেরিতে হাড়হিম কাণ্ড...

অনেক দর্শক নিজেদের ভাষাজ্ঞানে অযোগ্য মনে করে লালার প্রশংসা করেছেন। ভিডিওটি শুধুমাত্র একটি ভাষাগত বিস্ময়ের উদাহরণ নয়, বরং এটি তুলে ধরেছে, কীভাবে শিক্ষা ও বুদ্ধিমত্তা কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের প্রতিটি কোণে এমন প্রতিভা লুকিয়ে আছে, যারা সঠিক সুযোগ পেলে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে।এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, সৃজনশীলতা ও শেখার আগ্রহ যদি থাকে, তবে কোনও বাধাই বড় নয়।

আরও পড়ুনঃ স্কুটার আরোহীদের দেহ উড়ে গিয়ে পড়ল কয়েক মিটার দূরে! ২০ বছরের তরুণের গতির বলি দুই যুবক...