আজকাল ওয়েবডেস্ক: বদ্রীনাথকে জঞ্জালমুক্ত করা হল। চলতি বছরে ৪৭ লক্ষ ভক্ত বদ্রীনাথ দর্শন করেছেন। তারপর যে পরিমান জঞ্জাল সেখানে ছিল সেটা সাফ করাই ছিল প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ। সামনেই শীত তার আগে বদ্রীনাথকে সাফ করে দেওয়া হল। এই কাজ করেন ৫০ জনের একটি দল। তারা সকলে মিলে দেড় টন আবর্জনা সরিয়ে দিল বদ্রীনাথ থেকে।
প্রধানত ভ্রুম কপাল, আস্থাপথ, তপ্ত কুন্ডু, মেন বাজার এবং মানা গ্রাম থেকে এই আবর্জনা সরিয়ে ফেলা হয়। তবে শুধু এই টিমের সদস্যরাই নয়। এই কাজে হাত লাগায় সেখানকার স্থানীয় বাসিন্দারাও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন। এই সমস্ত আবর্জনাকে একেবারে নষ্ট করে ফেলা হবে বলেই জানা গিয়েছে। এরপর একটি পোস্ট করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
তিনি লেখেন, ভগবানের কাছে যাওয়ার প্রধান পথই হল পরিষ্কার থাকা। প্রতিবারই বদ্রীনাথ ধাম দর্শনের পর এই আবর্জনার পাহাড় তৈরি হয়। তবে তাকে দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা করে প্রশাসন। চলতি বছরে বদ্রীনাথে ১৪ লক্ষ ৩৫ হাজার ৩৪১ জন ভক্ত দর্শন করেছেন। এবারে বদ্রীনাথ দর্শনের দিন ছিল ১২ থেকে ১৭ নভেম্বর। এমনকি শেষদিনে এখানে ভক্তের সংখ্যা ছিল ১১ হাজার ১৭০ জন।
অন্যদিকে কেদারনাথে ১৬ লক্ষ ৫২ হাজার ৭৬ জন ভক্ত ভ্রমণ করেন। এবার কেদারনাথ যাত্রার দিন ছিল ১২ থেকে ১৭ নভেম্বর। তাদের মধ্যে ১ লক্ষ ২৬ হাজার ৩৯৩ জন ভক্ত হেলিকপ্টারে ভ্রমণ করেন।
