আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে মনের আনন্দে খেলছিল দু'বছরের এক খুদে। খেলতে খেলতে রান্নাঘরের দিকে ছুটে যায়। অসাবধানতাবশত আচমকা পড়ে যায় ফুটন্ত তেলের কড়াইয়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন প্রাণ হারায় সে। এ ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ভোপালে। শিব নগর এলাকার বাসিন্দা ছিল ওই খুদে। পুলিশ জানিয়েছে, সোমবার বাবা-মায়ের সঙ্গে এক পরিচিতের বিয়েবাড়িতে গিয়েছিল খুদে। সেই সময় আড্ডায় মশগুল ছিল পরিবার। অন্যদিকে আরও শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সে। খেলতে খেলতে রান্নার জিনিসপত্রের কাছে পৌঁছে যায়। সেই ঘরে বিয়েবাড়ির রান্না হচ্ছিল। 

 

খুদে সেই ঘরে ঢুকে পড়ায়, তার বাবা তাকে ছুটে আনতে যান। কিন্তু খেলার সময় অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে যায় সে। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায় হয় তাকে। ৫০ শতাংশ দগ্ধ ছিল সে। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেনি খুদের পরিবার। দুর্ঘটনার জেরে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশকে।