আজকাল ওয়েবডেস্ক: এ যেন সিনেমার দৃশ্য। ঘটনা শুনে অনেকের মনে পড়ছে স্ত্রী সিনেমার কথা। ওই সিনেমায় কী দেখানো হয়েছিল? শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ছবিতে, দেখানো হয়েছিল, ওই বিশেষ জায়গার পুরুষরা রাতে বাড়ির বাইরে বেরোয় মহিলাদের পোশাক পরে। ঘটনার নেপথ্যে সেই ভয়।
এবার একই ঘটনা যেন বাস্তবে। প্রবল ভয়ে প্রায় চার দশক এক ব্যক্তি শাড়ি পরে, মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাস্থল উত্তরপ্রদেশের জৌনপুর। কিন্তু টানা ৩৬ বছর কেনই বা তিনি ঘুরে বেড়াচ্ছেন শাড়ি পরে? কীসের ভয়? কার ভয়?
ওই ব্যক্তি কী জানাচ্ছেন? কেন তিনি বেছে নিয়েছেন এই অস্বাভাবিক জীবন? তার এক লাইনে উত্তর, কোনও এক আত্মা ভয় দেখায় তাঁকে। বলে, যদি স্বাভাবিক জীবন যাপন করেন তিনি, তাহলে বিপদে পড়বেন।
কে ভয় দেখায়, তাও জানিয়েছেন তিনি। মূলত ওই ব্যক্তি তিনবার বিয়ে করেছেন। অভিযোগ, তাঁর দ্বিতীয় স্ত্রী নাকি ভূত হয়ে ভয় দেখান তাঁকে। তাঁর নয় সন্তানের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, দ্বিতীয় স্ত্রী স্বপ্নে তাঁকে ভয় দেখিয়েছেন। ভূতের ভয়েই নাকি এতদিন ধরে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
