আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে এক অভিনব ঘটনা। কেশব সাক্সেনা নামের এক ভক্ত সম্প্রতি খাতু শ্যাম জি মন্দিরে তাঁর দ্বিতীয় তীর্থযাত্রা সম্পন্ন করেছেন। পায়ে হেঁটে তিনি এই যাত্রা শেষ করেন। জানা গিয়েছে, তিনি এই যাত্রা নিজের হাত ও পা শিকলে বাঁধা অবস্থায় করেন। ভক্তরা বিশ্বাস করেন খাতু শ্যামের উদ্দেশ্যে করা কোনো প্রার্থনাই কখনও বিফলে যায় না। আর ঠিক এই কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত খাতু শ্যাম জি'র দরবারে আসেন তাঁদের মনোবাসনা পূরণ করতে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে কেশব প্রথমবারের মতো শিকল বাঁধা অবস্থায় পাঁয়ে হেঁটে যাত্রা করেন। এবারের যাত্রায় তিনি তাঁর কোমরের চারপাশে ১২টি লোহার শিকল বাঁধেন। খবর অনুযায়ী, শিকলের প্রতিটির ওজন কমপক্ষে ১০ কেজি। পাশাপাশি তিনি হাত আর পায়েও শিকল বেঁধে রাখেন। তাঁর এই কঠিন যাত্রা প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ ছিল। রীঙ্গুস থেকে খাতু শ্যাম জি মন্দির পর্যন্ত যাত্রা দীর্ঘ। কেশবের এই যাত্রা শেষ করতে সময় লেগেছে প্রায় ২৭ ঘণ্টা।
আরও পড়ুনঃ প্রকাশ্যে জুনিয়র ডাক্তারকে হামলা! জম্মু মেডিক্যাল কলেজের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য...
কেশব জানিয়েছেন, মাত্র ৯ বছর বয়সে তিনি প্রথমবার খাতু শ্যাম জি মন্দিরে এসেছিলেন। তখন থেকেই তাঁর ভক্তি শুরু হয়। কেশব আরও জানান, তাঁর বাবা-মা পুনরায় বিবাহ করায় ছোটবেলা থেকেই সে একা হয়ে পড়েন। আর ঠিক তখনই তিনি ভগবানের আশ্রয় খুঁজে নেন। বাবার স্বরূপ পান খাতু শ্যামের মধ্যে। জানা গিয়েছে সেই থেকে বিগত ১২ বছর ধরে তিনি নিয়মিত খাতু শ্যাম জি-র দর্শনে আসছেন।
আরও পড়ুনঃ নিজের ৫ বছরের মেয়েকে খুন করে মৃতদেহের সামনেই পার্টি! উদ্দেশ্য স্বামীকে ফাঁসান, হাড়হিম সত্য জানুন
সূত্রে জানা গিয়েছে, তিনি একসময় চূড়ান্ত অভাবের মধ্যে ছিলেন। তার মধ্যে থেকেও একবার তিনি কোনও অর্থ ছাড়াই সাইকেল চালিয়ে খাতু শ্যাম জি মন্দিরে পৌঁছে যান। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। ভিডিওর প্রেক্ষিতে অনেক ভক্ত তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তাঁর সর্বশেষ শিকল বাঁধা পদযাত্রার কথাও চারিদিকে ছড়িয়ে গিয়েছে। এই ঘটনা বিভিন্ন ভক্তদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি করেছে। অনেকে তাঁর এই যাত্রার ভিডিও বানিয়ে শ্যাম বাবার ভজনের সঙ্গে সামাজিক মাধ্যমে শেয়ারও করছেন।
খবর অনুযায়ী, এবারের যাত্রা শুরু হয় সোমবার নৈনিতাল থেকে ট্রেনে রওনা দিয়ে। মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ তিনি রীঙ্গুসের প্রাচীন শ্যাম মন্দিরে পুজো দেন। সেখান থেকেই তিনি শিকল বাঁধা অবস্থায় হেঁটে রওনা হন খাতু শ্যামের উদ্দেশে। বুধবার বিকাল ৪ টা নাগাদ অবশেষে তিনি মন্দিরে পৌঁছন। পরবর্তীতে দর্শন শেষে নিজেকে শিকল থেকে মুক্ত করেন।
খবর মারফত, উত্তরপ্রদেশের রামপুর জেলার বাসিন্দা এই কেশব সাক্সেনা। বর্তমানে উত্তরাখণ্ডের নৈনিতালের কাছে একটি জলের বোতল তৈরির কারখানায় কাজ করেন এই যুবক। যুবক জানান আজ তিনি আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল হয়েছেন। এটি পুরোপুরি ভাবে সম্ভব হয়েছে বাবার কৃপায়। যুবক আরও জানান যখনই অন্তর থেকে ডাক আসে, তখনই তিনি বাবার দর্শনে ছুটে যান। দর্শন করে আসেন৷
