আজকাল ওয়েবডেস্ক: গুরগাঁওয়ের সুশান্ত লোক ফেজ-২-এ বৃহস্পতিবার দুপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। রাগের মাথায় নিজের মেয়েকেই গুলি করে খুন করলেন বাবা। নিহত তরুণীর নাম রাধিকা যাদব, বয়স ২৫। জানা গিয়েছে, তিনি একজন রাজ্যস্তরের টেনিস খেলোয়াড়। সম্প্রতি, একাধিক প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন রাধিকা। তবে টেনিস খেলার পাশাপাশি ইনস্টাগ্রামে রিল বানানোর প্রতি আসক্তি ছিল তাঁর। এদিনও সেই কারণেই রাধিকার সঙ্গে বচসা লাগে তাঁর বাবার।

আর সেই ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটে বলে খবর সূত্রের। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৭ অঞ্চলের একটি বাড়ির ভিতরে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত বাবা নিজের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকে তাঁর মেয়েকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালান। যার মধ্যে তিনটি গুলি রাধিকার শরীরে গিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধিকার ইনস্টাগ্রামে রিল বানানো এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন তাঁর বাবা।

সেই ক্ষোভ থেকেই অভিযুক্ত ব্যক্তি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে। এমনকি, খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং খুনের পেছনে নির্দিষ্ট মোটিভ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সুশান্ত লোক এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যস্তরের টেনিস তারকার এমন মর্মান্তিক পরিণতি কার্যত হতবাক হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা।