আজকাল ওয়েবডেস্ক: বিছানার পাশেই রাখা ছিল মোবাইল ফোনের চার্জার। ফোনটি চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন যুবক। আচমকা ঘুমের মধ্যে তাঁর হাত পড়ে যায় চার্জারের উপর। তাতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২৩ বছরের এক যুবকের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মলোথ অনিল। তিন বছর আগেই তাঁর বিয়ে হয়েছিল। দেড় বছরের কন্যা সন্তানের বাবা ছিলেন অনিল। গত শুক্রবার রাতে নিজের বাড়িতেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, বরাবর বিছানার পাশেই মোবাইল ফোন রেখে চার্জ দিতেন অনিল। এ দিনেও তার অন্যথায় হয়নি। মোবাইলে যখন চার্জ হচ্ছিল, তখন ঘুমিয়ে পড়েছিলেন। রাতে আচমকা অসাবধানতাবশত চার্জারের তারের উপর তাঁর হাত পড়ে যায়। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে গোটা শরীর।
পরিবারের সকলে মিলে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হতেই সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অনিলের। চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে অনিলের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়।
