আজকাল ওয়েবডেস্ক: চার দশক ধরে চলা জমি বিবাদ কেড়ে নিল কিশোরের প্রাণ। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। তরোয়াল দিয়ে ১৭ বছরের কিশোরের মাথা কেটে ধড় থেকে আলাদা করে দেওয়া হল। নিজের সন্তান যে এভাবে মারা গিয়েছে তা বিশ্বাস করতে পারেনি তার মা। তাই সন্তানের কাটা মাথা নিয়েই বসে রইল সে চারঘন্টা ধরে।
পুলিশ জানিয়েছে দুই দলের মধ্যে জমি নিয়ে বহুদিন ধরেই বিবাদ চলছিল। বুধবার সেই বিবাদ চরমে ওঠে। শুরু হয় সংঘর্ষ। তখনই ১৭ বছরের ওই কিশোরকে তাড়া করে কয়েকজন বিরোধী পক্ষের মানুষ। তার গলায় এতটাই জোর দিয়ে কোপ মারা হয় যে দেহ থেকে মাথাটি ছিন্ন হয়ে যায়। ঘটনার জেরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছেন মৃত ছেলের মাথা কোলে নিয়ে প্রায় ৪ ঘন্টা ধরে বসে থাকে তার মা। পুলিশ জানিয়েছে, বিগত ৪৫ বছর ধরে এই জমি বিবাদ চলছিল। বুধবার তাদের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপরই প্রাণ হারায় ওই কিশোর। দুজনকে গ্রেপ্তার করে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি হবে। কাউকে রেয়াত করা হবে না।
