আজকাল ওয়েবডেস্ক: কলেজের বাথরুমে ছাত্রীদের নগ্ন ভিডিও রেকর্ড করার অভিযোগ। অভিযোগ উঠেছে ওই কলেজের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বিরুদ্ধে। ২১ বছরের যুবক ছাত্রীদের নগ্ন ভিডিও রেকর্ড করে বন্ধুদের মধ্যে এমনকী সমাজমাধ্যমেও ছড়িয়ে দিতে বলে অভিযোগ উঠেছে।
ভয়াবহ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কাছে এসিএস ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজের পড়ুয়াদের অভিযোগ, অভিযুক্ত যুবক গত কয়েকদিন ধরেই গোপনে ছাত্রীদের নগ্ন ভিডিও রেকর্ড করত। এরপর সেগুলো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিত। তারপর একাধিক অশালীন ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে দিয়েছে সে। সম্প্রতি সেই ভিডিওগুলো নজরে পড়ে ছাত্রীদের।
পুলিশকে ছাত্রীরা জানিয়েছেন, ২১ বছরের অভিযুক্ত পড়ুয়া একাধিকবার তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছে। নগ্ন ভিডিও ছড়ানোর বিষয়টি বাইরে ফাঁস করলেই খুন করার হুমকি দিয়েছিল। অবশেষে পুলিশকে জানাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীদের নগ্ন ভিডিও রেকর্ড করার বিষয়টি ছড়িয়ে পড়তেই প্রতিবাদে ফেটে পড়েন সমস্ত পড়ুয়া। তাঁদের বিক্ষোভের জেরে বাতিল হয় সমস্ত ক্লাস। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
