অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদপিষ্টের ঘটনায় বেশ কয়েকজন পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার একাদশী উপলক্ষে কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের বিশাল সমাবেশে ঘটেছিল। সেই সময়ই পদপিষ্টের ঘটনাটি ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এবং রাজ্যের কৃষিমন্ত্রী কে আটচান্নাইদু তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে ছুটে যান। তিনি মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
গভর্নর এস আব্দুল নাজির পদদলিত হয়ে ন'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং শোক প্রকাশ করেছেন। তিনি আহত ভক্তদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদপিষ্টের ঘটনায় মৃত্যুর কারণে শোকপ্রকাশ করে বলেন, “শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত এবং যথাযথ চিকিৎসা প্রদানের জন্য আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি। স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন এবং ত্রাণ ব্যবস্থা তদারকি করার জন্য অনুরোধ করেছি।”
অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ এক্স-এ লিখেছেন, “কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন ভক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই একাদশীর দিনে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।”

তিনি আরও বলেন, “সরকার পদপিষ্ট হয়ে আহতদের উন্নত চিকিৎসা প্রদান করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কর্মকর্তাদের, জেলার মন্ত্রী আচ্চেনাইদু এবং স্থানীয় বিধায়ক গৌথু শিরীষের সঙ্গে কথা বলেছি। আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছি।”
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) একটি বিবৃতিতে জানিয়েছে, একাদশী উপলক্ষে মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হওয়ার সময় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। অতিরিক্ত ভিড়ের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি।
অন্ধ্রপ্রদেশের সিএমও জানিয়েছে, “শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছেন। একাদশী উপলক্ষে মন্দিরে বিপুল সংখ্যক লোক জড়ো হওয়ায় এই ঘটনা ঘটে। ভক্তদের প্রচণ্ড ভিড়ের ফলে হঠাৎ পদপিষ্টের ঘটনা ঘটে।”
প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিবিদ এবং টিভিকে প্রধান বিজয়ের নেতৃত্বে একটি সমাবেশে পদপিষ্ট হয়ে ৪১ জন নিহত হন। ৫০ জনেরও বেশি আহত হন।
