আজকাল ওয়েবডেস্ক: শনিবার হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হওয়ায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (IGMC) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে, যার মধ্যে রয়েছে এমআরআই। এই পরীক্ষার মাধ্যমে হঠাৎ অসুস্থতার প্রকৃত কারণ বোঝার চেষ্টা করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, বর্তমানে সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শীঘ্রই হাসপাতালে পৌঁছাতে পারেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেও পেট-সংক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সে সময় ডাক্তাররা জানিয়েছিলেন, চিন্তার কোনও কারণ নেই। গত ডিসেম্বরেই সোনিয়া গান্ধী ৭৮ বছরে পা দিয়েছেন। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সনের এই হঠাৎ শারীরিক অসুস্থতায় দলে উদ্বেগ ছড়িয়েছে।
