আজকাল ওয়েবডেস্ক: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বর্তমানে তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পেটের অসুখে ভুগছিলেন সোনিয়া। রবিবার রাতে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে একমাসে দ্বিতীয়বার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলেন তিনি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার রাতে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীকে। পেটের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের  গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 

প্রসঙ্গত, গত ৭ জুন হিমাচল প্রদেশে হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেবার রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। চিকিৎসকরা জানিয়েছিলেন, সামান্য শারীরিক অসুস্থতাও ছিল সে সময়। উচ্চ রক্তচাপ ও অস্বস্তিতে ভুগছিলেন তিনি‌। 

চলতি বছরে ফেব্রুয়ারি মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। সেবারেও পেটের সমস্যা দেখা দিয়েছিল তাঁর। সেই সময়েও শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরেরদিন ছাড়া পান।