আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনের এসি কামরায় মাঝে মাঝে ফোঁস ফোঁস শব্দ। খানিকটা নড়ে উঠছে পর্দাও। জানলার পাশে কী আছে, প্রথমে কিছুই টের পাননি কেউই। কিছুক্ষণ পর পর্দা সরাতেই চোখ ছানাবড়া কামরার যাত্রীদের। এসি কামরার জানলার পাশেই ছিল বিরাট সাপ। দীর্ঘক্ষণ ওভাবেই গুটিয়ে ছিল সেটি। পর্দা সরাতেই তার উপস্থিতি দেখেই আঁতকে ওঠেন সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ভাস্কো দা গামা এক্সপ্রেসে। ঝাড়খণ্ড থেকে গোয়াগামী ওই ট্রেনের এসি টু টায়ার কামরায় উদ্ধার হয়েছে সাপটি। ২১ অক্টোবর ওই কামরায় ছিলেন এক বৃদ্ধ দম্পতি। তাঁদের সিটের পাশ থেকে পর্দা সরাতেই উদ্ধার করা হয়েছে সাপটি। যা ঘিরে ভারতীয় রেলে আবারও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।
বৃদ্ধ দম্পতির ছেলে অঙ্কিত কুমার সিনহা এক্স হ্যান্ডেলে ঘটনাটি জানায়। পোস্টের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও ট্যাগ করেন তিনি। অঙ্কিত জানান, তাঁর বাবা-মা ওই ট্রেনের যাত্রী ছিলেন। তাঁদের সিটের জানলার পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে হইচই শুরু হতেই আরআরসিটিসি-র কর্মীরা সেখানে পৌঁছে যান। সাদা চাদর পেঁচিয়ে সাপটিকে ধরেও ফেলেন। পরে সেটিকে বাইরে ফেলে দেওয়া হয়। রেলওয়ে সেবা দলের তরফে জানানো হয়েছে, বিষয়টি জানতে পেরেই প্রতিনিধিরা পৌঁছে সাপটিকে উদ্ধার করেছেন। কিন্তু কোথা থেকে সেটি এল তা এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
