আজকাল ওয়েবডেস্কঃ সম্প্রতি জয়পুরে পরপর ছয় পুলিশকর্মীর বদলি হয়েছে৷ এক যুবকের আত্মহত্যার প্রেক্ষিতে ঘটে এই ঘটনা৷ দুই চাকার গাড়ি চুরির অভিযোগে যুবককে গ্রেপ্তার করে ওই ছয় পুলিশকর্মী। রবিবার ঘটে এই ঘটনা। ঘটনার জেরে একজন পরিদর্শক সহ ছয় পুলিশ সদস্যকে পুলিশ লাইনে বদলি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবক উত্তর প্রদেশের বাসিন্দা৷ দুই চাকার গাড়ি চুরিতে জড়িত একটি চক্রের সঙ্গে যুক্ত ছিল। শনিবার সন্ধ্যায় তাকে জেরা করা হয়। এরপর গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়৷ জয়পুর রেলওয়ে স্টেশনের কাছে স্থানীয় কিছু লোক তাকে ধরে ফেলে। অভিযোগ ওঠে যুবক গাড়ি চুরি করছিল। সে মদ্যপ অবস্থায়ও ছিল। স্থানীয়রা তাকে বেধড়ক মারধর করে৷ তারপর পুলিশের হাতে তুলে দেয় যুবককে৷
যুবককে জেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে একজন কর্মী ফিরে এসে দেখেন যুবক সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার খবর পরিবারকে দেওয়া হয়। রবিবার তাঁরা শহরে এসে পৌঁছন।
অভিযুক্তকে আটক করার পর তার উপর সর্বক্ষণ নজরদারি রাখার জন্য কাউকে নিযুক্ত না করায় কর্তব্যে অবহেলা দেখা গিয়েছে৷ ফলস্বরূপ কন্সটেবল সহ ছয় পুলিশ কর্মীর বদলি হয়৷
রবিবার সকালে মৃতের পরিবারের সদস্যরা উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের জন্য সরকারি চাকরির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন। পুলিশের গাফিলতি থাকলে পুলিশ সম্পূর্ণরূপে দায়ী থাকবে বলে জানিয়েছে৷ বর্তমানে ঘটনার সব দিক পর্যবেক্ষণ করা হচ্ছে৷
