আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আগেই বাজি পোড়ানো গিয়ে বড় ঘোষণা। দীপাবলির আবহে গোটা রাজ্যেই বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল সরকার। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও আবারও নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দিল তারা। শুধু বাজি পোড়ানো নয়, বাজি তৈরি ও বিক্রি করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

 

সিকিমে বাজি পোড়ানো নিষিদ্ধ: 

 

দীপাবলির দু'দিন আগে শনিবার দ্য সিকিম পলিউশন কন্ট্রোল বোর্ড ঘোষণা করেছে, রাজ্যের কোথাও শব্দবাজি, আতশবাজি পোড়ানো যাবে না। যেকোনও ধরনের বাজি তৈরি, বিক্রি এবং পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলেই কড়া পদক্ষেপ করবে সরকার। 

 

আতশবাজির পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করল দ্য সিকিম পলিউশন কন্ট্রোল বোর্ড। রাজ্যের আপামর নাগরিকদের কাছে আবেদন করা হয়েছে, চলতি বছরে দীপাবলিতে যেন কোনও প্লরকার শব্দবাজি, আতশবাজি না পোড়ানো হয়। পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার এড়িয়ে যাওয়ার আবেদন করা হয়েছে।‌

 

দীপাবলির আনন্দ যাতে মাটি না হয়, তাই ইকো ফ্রেন্ডলি উপায় অবলম্বনের পরামর্শও করা হয়েছে। মাটির প্রদীপ জ্বালানো, ফানুশ ওড়ানোও যেতে পারে। পরিবেশ দূষণ রোধেই এই পদক্ষেপ করা হয়েছে বলেই জানিয়েছে তারা। 

 

আরও পড়ুন: টিউশনে গিয়েই সর্বনাশ! ফাঁকা ফ্ল্যাটে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, ৬০ বছরের গৃহশিক্ষকের কীর্তি জানলে শিউরে উঠবেন

 

অন্যদিকে চলতি বছরে দিল্লি -এনসিআর-এ সবুজ বাজি পোড়ানোয় অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। বুধবার শীর্ষ আদালতের তরফে ঘোষণা করা হয়েছে, চলতি বছরে দিওয়ালি উপলক্ষে দিল্লিতে গ্রিন ক্র্যাকার বা সুবজ বাজি পোড়ানো যাবে। দিওয়ালির এক সপ্তাহ আগেই এই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। 

 

দিওয়ালিতে দিল্লি - এনসিআর এলাকায় পরিবেশবান্ধব বাজি, বা গ্রিন বাজি পোড়ানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল। বুধবার সেই আবেদনে সাড়া দিয়ে অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে আরও জানানো হয়েছে, ১৮ অক্টোবর থেকে দিল্লিতে পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা এবং তা পোড়ানো যাবে। তবে একই সঙ্গে বাজি পোড়ানোর সময়সীমার ক্ষেত্রে শর্ত চাপিয়েছে শীর্ষ আদালত।

 

প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ সবুজ বাজি পোড়ানোর নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে সবুজ বাজি বিক্রি ও পোড়ানো যাবে। তবে পোড়ানোর আগে সময়সীমা মানতে হবে। দিল্লিতে ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোয় অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। এই চারদিন শুধুমাত্র কিউআর কোড-সহ সবুজ বাজি বিক্রি করা যাবে। 

 

দিওয়ালির আবহে দিল্লিতে দূষণ রোধে পুলিশ নিয়মিত নজরদারি চালাবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বাজি বিক্রি ও পোড়ানো হচ্ছে কি না, তাও দেখা হবে প্রতিটি এলাকায়। কোনও ই-কমার্স সাইটে সবুজ বাজি বিক্রি করা যাবে না। বর্ষা বিদায় নিতেই দিল্লির বাতাসের গুণগত মান উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই 'খারাপ' পর্যায়ে রয়েছে। ২০০ ছাড়িয়ে যেতে পারে দিওয়ালির আগেই। প্রতিবছর দিওয়ালির আগে ও পরে দিল্লির দূষণ পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় পৌঁছে যায়।