আজকাল ওয়েবডেস্ক: মহাকাশে গিয়েছেন, মুখ উজ্জ্বল করেছেন দেশের। শুভাংশু প্রথম ভারতীয়, যনি আইএসএস-এ গেলেন, দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে গেলেন। তাঁর দিকে প্রতি মুহূর্তে নজর গোটা দেশের।

সেই শুভাংশুই নাকি মাঝ আকাশে বদলে ফেলেছেন একেবারে পেশা। মহাকাশ গবেষণার খুঁটিনাটি ছেড়ে নাকি মন মজেছে মুগ-মেথি চাষে! তথ্য তেমনটাই।

আরও পড়ুন: আগস্ট থেকেই ওষুধে ২০০ শতাংশ কর! ট্রাম্পের নয়া শুল্ক-নীতিতে কীভাবে বিরাট বিপদে পড়তে পারে ভারত? জানুন এখনই

 

কী করছেন তিনি মহাকাশে? জানা গিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে  'মুগ' এবং 'মেথি' অঙ্কুরিত করেছেন। কিন্তু কেন?  কারণ, এই কাজ ও তাঁদের এই গবেষণার অংশ। মাইক্রোগ্রাভিটি অঙ্কুরোদগম এবং প্রাথমিক উদ্ভিদ বিকাশকে কীভাবে প্রভাবিত করে তার উপর একটি গবেষণার অংশ হিসেবে তিনি এই কাজ করেছেন এবং তার ছবিও তুলেছেন।

উল্লেখ্য, শুভাংশুদের মহাকাশে থাকার দিন প্রায় শেষের মুখে। ১৪দিনের সময়কালের জন্য তাঁরা আইএসএস-এ গিয়েছিলেন। ইতিমধ্যেই কেটে গিয়েছে ১২দিন। যদিও, নাসা এখনও মহাকাশ স্টেশন থেকে অ্যাক্সিওম-৪ মিশনের আনডকিংয়ের তারিখ ঘোষণা করেনি। তবে, ফ্লোরিডা উপকূলের আবহাওয়ার উপর নির্ভর করে ১০ জুলাইয়ের পরে যেকোনো দিন তারা পৃথিবীতে ফিরে আসবেন, সম্ভাবনা তেমনটাই।