আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। জনপ্রিয় সুফি সংগীতশিল্পী আবিদা পারভীনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।
ভারতীয় ব্যবহারকারীরা এখন তাঁর প্রোফাইলে প্রবেশ করতে চাইলে দেখতে পাচ্ছেন: “Account not available in India. This is because we complied with a legal request to restrict this content.”
আবিদা পারভীন ‘তু ঝুম’, ‘নারায়ে মস্তানা’, ‘চাপ তিলক’, ‘পারদাদারি’ প্রভৃতি গানে সুফি কবিতার ব্যাখ্যায় ভারতেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
এই নিষেধাজ্ঞা এক ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, ফাওয়াদ খান, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, মোমিনা মুস্তেহসানসহ আরও একাধিক পাকিস্তানি শিল্পীর অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বাইসারান উপত্যকায় এক জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যার মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। সেই ঘটনার পর ভারত সরকার ‘জাতীয় স্বার্থ ও নিরাপত্তা’-র প্রসঙ্গে পাকিস্তানি সাংস্কৃতিক সামগ্রী ও শিল্পীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
