আজকাল ওয়েবডেস্ক: বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এল এসবিআই। এসবিআই অমৃত কলস স্কিমে সাধারণ নাগরিকরা পাবেন ৭.১০ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬০ হারে সুদ। ৪০০ দিনের এই ফিক্সড ডিপোজিট স্কিমের সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

 

তবে এটিকে বর্তমানে বাড়িয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম দুমাসের জন্য শুরু করা হয়েছিল এই স্কিমটি। এটি একটি টার্ম ডিপোজিট। এখানে মান্থলি, কোয়ার্টারলি এবং হাফ ইয়ারলিতে টাকা পাবেন। এখানে সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৬৪ হাজার ১৪২ টাকা । মেয়াদ শেষ হলে হাতে পাবেন ৮ লক্ষ ৬৪ হাজার ১৪২ টাকা।

 

এই টাকা পাবেন যদি তারা ৮ টাকা বিনিয়োগ করেন। যদি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে আপনি মেয়াদ শেষে পাবেন ১৬ লক্ষ ২০ হাজার ২৬৬ টাকা। এখানে সিনিয়র সিটিজেনরা যদি ৮ লক্ষ টাকা রাখেন তবে মেয়াদ শেষে পাবেন ৮ লক্ষ ৬৮ হাজার ৮০৪ টাকা। যদি ১৫ লক্ষ টাকা রাখেন তবে মেয়াদ শেষে পাবেন ১৬ লক্ষ ২৯ হাজার ৮ টাকা।