আজকাল ওয়েবডেস্ক: সইফ আলি খানের উপর হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। রবিবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, পশ্চিম থানে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বিজয় দাস। আগে তিনি মুম্বইয়ের এক পানশালায় কর্মরত ছিলেন, তদন্তে নেমে তেমন তথ্য পেয়েছে মুম্বই পুলিশ। রবিবারই তাঁকে আদালতের সামনে হাজির করানো হবে, তেমনটাই পরিকল্পনা পুলিশের। 

 

গ্রেপ্তারির পর, মূল অভিযুক্ত বিজয় সম্পর্কে পুলিশ বেশকিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছে। যেমন উঠে এসেছে তাঁর পূর্ব কর্মস্থল প্রসঙ্গ, তেমনই জানা গিয়েছে, ওই ব্যক্তি নানা সময়ে পৃথক নাম ভাঁড়িয়ে নিজের পরিচয় দিয়েছেন। 

 

বুধবার নিজের ঘরেই, এলোপাথাড়ি ছুরি চলে বলি-তারকা, নবাব পুত্র সইফ আলি খানের উপর। শড়িরে ছ'টি ক্ষত, তারমধ্যে দুটি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতীতে বুধবার রাত থেকেই চিকিৎসারত সইফ। তারপর থেকেই তারকার পরিবারের পরিচারিকাদের লাগাতার জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে বিবরণ দিয়েছেন, কীভাবে ঘরের মধ্যেই ঘটে গিয়েছে এই ভয়াবহ হামলার ঘটনা। বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও চালায়।

 

সইফকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন। আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।