আজকাল ওয়েবডেস্ক: বাস্কেটবল পোল উপড়ে মৃত্যু হয়েছে এক কিশোর খেলোয়াড়ের। জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় হার্দিক রাঠি (১৬) মারা গিয়েছে। কিশোর খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যুর পর পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, হরিয়ানা সরকারের ক্রীড়া বিভাগের গাফিলতির জন্যই অকালে চলে যেতে হল এই কিশোর বাস্কেটবল খেলোয়াড়কে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে হার্দিকের আত্মীয় খদক সিং রাঠি বলেছেন, ‘পোলটি দীর্ঘদিনের পুরনো ছিল। জং ধরে গিয়েছিল। বারবার বলা সত্ত্বেও সেটি মেরামত করা হয়নি।’
জানা গেছে, দুই ভাইয়ের বড় ছিল হার্দিক। দুই ভাইই রোহতকের লখন মাঝরা এলাকার বাস্কেটবল অ্যাকাডেমিতে অনুশীলন করত। দিনে ছয় ঘণ্টা অনুশীলন করত হার্দিক। আত্মীয়ের কথায়, ‘দেশের হয়ে খেলার স্বপ্ন ছিল হার্দিকের। খুব পরিশ্রম করত। কিন্তু সব শেষ হয়ে গেল।’
পুলিশ সূত্রে জানা গেছে, প্র্যাকটিস করার সময় আচমকাই বাস্কেটবলের শক্ত পোস্ট কিশোর খেলোয়াড়ের বুকে উপড়ে পড়ে। ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি হয়ে তাঁর। মঙ্গলবার বন্ধুদের সঙ্গে লখন মাঝরা বাস্কেটবল কোর্টে প্র্যাকটিস করছিল সে। তার বন্ধুরাই জানিয়েছে, বাস্কেটবলের ওই পোস্টটিই নড়বড়ে ছিল। আচমকাই সেটি উপড়ে পড়ে যায় হার্দিকের বুকের উপর। তড়িঘড়ি করে সকলে তাঁকে উদ্ধারের জন্য ছুটে যায়। তাঁর আগে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
সিসিটিভি ফুটেজে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ধরা পড়েছে। যেখানে দেখা গেছে, বাস্কেটবল কোর্টে একাই প্র্যাকটিস করছিল হার্দিক। থ্রি পয়েন্ট লাইন থেকে দৌড়ে বাস্কেটবল নিয়ে প্র্যাকটিস করছিল। তৃতীয়বার বল নিয়ে দৌড়নোর সময় বাস্কেটবলের পোস্টটি আঁকড়ে ধরেছিল। তাতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে বাস্কেটবলের পোস্ট উপড়ে ঠিক হার্দিকের বুকের উপরেই পড়ে।
এদিকে, কুস্তিগীর ভিনেশ ফোগাট কিশোর খেলোয়াড়ের মৃত্যুর জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছেন। তাঁর স্পষ্ট কথা, ‘এটা কোনও দুর্ঘটনা নয়। প্রশাসনের আধিকারিকদের গাফিলতি। এটা সিস্টেমের ব্যর্থতা নয়। সিস্টেমের হত্যা।’
