আজকাল ওয়েবডেস্ক: কী কাণ্ড! বহুমূল্য হিরে, সোনার গয়না নয়, দামি আসবাবপত্র নয়। বাড়ি থেকে চুল নিয়ে পালিয়ে গেল চোর। তার বাজারদর যদিও দামি গয়নারই সমান। কিন্তু এমন অদ্ভুত চুরির ঘটনার তদন্তে নেমে রীতিমতো হতবাক হয়ে গেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। পুলিশ জানিয়েছে, ১৪ জানুয়ারি মধ্যরাতে চুরির ঘটনাটি ঘটেছিল। রণজিৎ নামের এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে দু'লক্ষ নগদ টাকা, এবং সাত লক্ষ টাকা মূল্যের চুল চুরি গেছে। মোট ১৫০ কেজি চুল বাড়িতে রাখা ছিল। বাজারদর কমপক্ষে সাত লক্ষ টাকা। মোট ন'লক্ষ টাকার জিনিস নিয়ে পালিয়ে গেছে চোর। 

 

ওই ব্যক্তি পুলিশকে আরও জানিয়েছেন, তাঁর পরচুলা তৈরির ব্যবসা রয়েছে। মহিলাদের চুল কাঁচামাল হিসাবে সংগ্রহ করে বাড়িতে মজুত রাখে। এর বাজারদর প্রচুর। দেশে ও বিদেশে পরচুলার চাহিদাও রয়েছে। এই চুলগুলি কাঁচামাল হিসেবে ঘরে রাখা ছিল। চোরেরা সম্ভবত সেটি জানত। তাই ইচ্ছাকৃত চুল নিয়ে পালিয়ে যায়।

 

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এই চুরির ঘটনায় চারজন জড়িত ছিল। সিঁড়ি বেয়ে উঠে ঘরের জানালা দিয়ে তারা বাড়ির ভিতরে প্রবেশ করে। কয়েক মিনিটের মধ্যে নগদ টাকা এবং ব্যাগ ভর্তি চুল নিয়ে পালিয়ে যায়। তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।