আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে সম্প্রতি সামনে এসেছে একটি বিষয়। তাতে আলোচনা করা হয়েছে, সত্যিই কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরদের টাই-এর রং সেই সময়ের অর্থিনীতি, নিয়মকানুনকে প্রতিফলিত করে।
দ্য মনিটারি মাল্টিভার্স শিরোনামের একটি সাম্প্রতিক প্রতিবেদনে, এসবিআই রিসার্চ ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) গভর্নরের নেকটাইয়ের রঙ আসন্ন মুদ্রানীতির সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে কিনা তা নিয়ে লম্বা আলোচনা করেছে। যদিও সেখানে জানানো হয়েছে, গোটা ঘটনাটি নিছক মজার ছলে লেখা হয়েছে।
কিন্তু কী বলা হয়েছে তাতে? বলা হয়েছে, কল্পনা করা যাক এমন একটি পৃথিবী , যেখানে সুদের হার মডেল, ম্যান্ডেট বা সামষ্টিক অর্থনৈতিক সূচক দ্বারা নির্ধারিত হয় না, বরং মধ্যরাতের টুইট, ব্যক্তিগত সমীকরণ এবং সম্ভবত নেকটাইয়ের রঙ দ্বারা নির্ধারিত হয়।
আলোচনায়, ‘নেকটাই নমিক্স: হোয়েন ফ্যাশন ফিসকাল সিগন্যালস’ শিরোনামের বিভাগটি আরবিআই গভর্নরের পরা টাইয়ের রঙগুলিকে চারটি টোন বিভাগে বিভক্ত করা হয়েছে। তাতে রয়েছে ওয়ার্ম (লাল, পীচ, কমলা), শীতল (নীল, অ্যাকোয়া), গাঢ় (কালো, নেভি), এবং মিশ্র (বেগুনি, হলুদ)।
ওয়ার্ম রঙের টাই যদি গভর্নর পরে থাকেন, তার অর্থ- ‘রেট হাইক’-এর সম্ভাবনা প্রবল রয়েছে সেই সময়ে।
যদি গভর্নররা নীল, অ্যাকোয়া রঙের টাই পড়েন, ধরে নেওয়া যেতে পারে সেই সময় রেপো রেটে কোনও বদল আসছে না।
গাঢ় রঙের টাই-এর অর্থ হতে পারে সিদ্ধান্তমূলকতার ইঙ্গিত। সাম্প্রতিক পঞ্চাশ-বেসিস-পয়েন্ট কাটের মতো উল্লেখযোগ্য পদক্ষেপের সময় এই রঙের টাই প্রদর্শিত হয়েছি বলেও উল্লেখ করা হয়েছে।
এই প্রসঙ্গ উল্লেখের কারণ, গোটা আলচনাকে হালকা ভাবে নেওয়ার কথা বলা হলেও, কেবল কিছুটা সংগতি ধরিয়ে দিতে চাওয়া, যে রেপো রেটে বদলের সময়েও গভর্নর কোন রঙের টাই পরেছিলেন তা। মনে করিয়ে দেওয়া, আদতেই তাদের এই হালকা চালের আলোচনার সঙ্গে বাস্তবের কিছুমাত্র মিল থাকছে কি না সে বিষয়ে।
