আজকাল ওয়েবডেস্ক: ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৮ সালে এক বিজেপি নেতার রাহুল গান্ধীর বিরুদ্ধে করা মানহানির মামলায় ৩৬ ঘন্টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেয় উত্তরপ্রদেশের সুলতানপুরের জেলা সিভিল কোর্ট। এমনকি রাহুলের বিরুদ্ধে সমনও জারি করা হয়েছিল। তবে মঙ্গলবার সকালেই রাহুল গান্ধী আদালতে হাজিরা হন এবং জামিন পান। রাহুলের আদালতে হাজিরার ফলে ভারত জোড়ো ন্যায় যাত্রা বন্ধ হয়নি। নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন কংগ্রেসকে থামিয়ে রাখা যাবে না। প্রসঙ্গত, মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা ৩৮ তম দিনে পা দিল। সকালে রাহুল গান্ধী আদালতে গিয়েছিলেন তাই দুপুর থেকে ফের শুরু হয় রাহুলের যাত্রা। বেঙ্গালুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এরপরই বিজেপির জেলা সহ সভাপতি বিজয় মিশ্র তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে।