আজকাল ওয়েবডেস্ক:  পুনের রাস্তায় দিনেদুপুরে ডাকাতি। প্রবীণ দম্পতি নিজেদের স্কুটি রাস্তার ধারে রেখে গিয়েছিলেন খাবারের দোকানে। সেখানে বৃদ্ধ খাবার কিনতে গেলেও বৃদ্ধা কিন্তু স্কুটির সামনেই ছিলেন। তবে তক্কে তক্কে ছিল চোর। বৃদ্ধা একটু অন্যমনষ্ক হলেই স্কুটারে থাকা সোনার অলঙ্কারের ব্যাগটি নিয়ে সেখান থেকে ছুটে চম্পট দেয় চোর।

 

 চুরি যাওয়া সোনার অলঙ্কারের দাম ৫ লক্ষ টাকা। গোটা ঘটনার সিসিটিভি ধরা পড়েছে। সেখানেই আরও ভালভাবে দেখা গিয়েছে ঘটনাটি। চোরের মুখে একটি মাস্ক ছিল। এখানেই শেষ নয়, ভালভাবে দেখলে দেখা যায় অন্য একজন বাইক নিয়ে সেখানে এসেছিল। সে বৃদ্ধাকে দেখায় তাঁদের কোনও জিনিস স্কুটারের পিছনে পড়ে গিয়েছে। সেদিকে নজর দিতেই সামনে রাখা সোনার গয়নার ব্যাগটি নিয়ে পগারপার।

 

 দ্রুত বাইকে উঠে দুজন চোরই সেখান থেকে পালিয়ে যায়। মহিলার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পরে জানা গিয়েছে ওই ব্যাগে তাঁদের ব্যাঙ্কের বেশকিছু কাগজপত্র এবং মোবাইল ফোনও ছিল। ফলে সবকিছুই খোয়া গেল। পুলিশ তদন্ত শুরু করেছে।