আজকাল ওয়েবডেস্ক: উত্তপ্ত রাজস্থানের উদয়পুরের প্যাসিফিক ডেন্টাল কলেজ। বৃহস্পতিবার রাতে ওই কলেজের এক এমবিবিএস ছাত্রী হস্টেলে তাঁর ঘরে আত্মহত্যা করে মারা যান। ওই ঘর থেকেই উদ্ধার হয় এক সুইসাইড নোট। সেখানে কলেজ মানসিক হয়রানির জন্য কর্মীদের অভিযুক্ত করা হয়। এই ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে অন্যায্য আচরণের অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে তাঁর রুমমেট ছাত্রীটিকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখনই তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে সব শেষ। ছাত্রীটিকে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

সুইসাইড নোটে কলেজ কর্মীদের বিরুদ্ধে ঠির কী অভিযোগ করেছেন মৃতা ছাত্রী? হাতে লেখা চিরকুটে কলেজের কর্মীদের বিরুদ্ধে পরীক্ষার সময়সূচীতে অনিয়ম, শিক্ষার্থীদের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়া এবং বারবার আর্থিক দাবির অভিযোগ আনা হয়েছে। চিরকুটে আরও দাবি করা হয়েছে যে, যেসব শিক্ষার্থী বেতন দিতে পারতেন না, তাঁদের কলেজ প্রশাসন চরম হয়রানি করত।

 

?ref_src=twsrc%5Etfw">July 25, 2025

ঘটনার পর, একটি ভিডিও প্রকাশ পায়। যেখানে দেখা যায় যে, শিক্ষার্থীরা কলেজ গেটের বাইরে বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন এবং ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন। পড়ুয়ারা কলেজের মূল প্রবেশপথ অবরোধ করে ধর্নায় বসে রয়েছেন। সুইসাইড নোটে উল্লেখিত নির্দিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হচ্ছে প্রতিবাদ আন্দোলন থেকে। বিক্ষোভকারীদের অভিযোগ যে, কলেজ প্রশাসন উপস্থিতি এবং পরীক্ষার উপর চাপ সৃষ্টি করে, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়।

আরও পড়ুন- গভীর হয়েছে নিম্নচাপ, সপ্তাহান্তেও ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়

সুখের স্টেশন থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু শিক্ষার্থীরা মৃতার ন্যায়বিচার দাবি করতে থাকে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

[হেল্পলাইন
ভান্দ্রেভালা ফাউন্ডেশন ফর মেন্টাল হেলথ ৯৯৯৯৬৬৬৫৫৫ অথবা help@vandrevalafoundation.com
TISS iCall ০২২-২৫৫২১১১১ (সোমবার-শনিবার: সকাল ৮টা থেকে রাত ১০টা)
(যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় অথবা এমন কাউকে চেনেন যার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে অনুগ্রহ করে আপনার নিকটতম মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।]