আজকাল ওয়েবডেস্ক : ৫৪ বছরে পা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুলকে নিজের সেরা বন্ধু, গাইড এবং পথপ্রদর্শক বলে অভিহিত করলেন প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী আজকের দিনটি কংগ্রেস সমর্থকদের কোনও উৎসব করতে বারণ করেছেন। তার বদলে তিনি আজকের দিনটি গরিবের কাজ করতে বলেছেন। প্রসঙ্গত, লোকসভা ভোটে রাহুলের সঙ্গে বহু প্রচারে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। নিজে ভোটে না লড়লেও ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে লড়েছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস তাই নিজেদের আসন প্রায় দ্বিগুন করেছে। কেন্দ্রে বিজেপি সরকার গঠন করলেও ইন্ডিয়া জোট যে সব রকমভাবে তৈরি আছে সেকথা একবাক্যে মেনে নিয়েছেন রাজনীতির কারবারিরা।
