আজকাল ওয়েবডেস্ক: রাতবিরেতে মাঝ রাস্তায় কেউ সাহায্যের জন্য কাকুতি মিনতি করলে কী করবেন? নিশ্চয়ই এগিয়ে যাবেন, যা পুরোপুরি এড়িয়ে যাবেন। কিন্তু যদি সাহায্যের জন্য এগিয়ে যান, তাহলে বিপদ ঘটতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ঘিরে সরব হয়েছেন নেটিজেনরা। রাতবিরেতে যাঁরাই সাহায্যের জন্য আর্জি জানাচ্ছেন, সকলের উদ্দেশ্য কিন্তু ভাল নয়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, লখনউয়ের এক যুবক যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সম্প্রতি, তা একটি ভিডিও প্রকাশ করে সতর্ক করেছেন নেটিজেনদের। তিনি জানিয়েছেন, এক মহিলা, যাঁকে আপাত দৃষ্টিতে দেখলে বিধ্বস্ত মনে হবে, তিনি গাড়ি, বাইক থামিয়ে সাহায্যের জন্য কান্নাকাটি করে। কিন্তু বাইকে ওঠার পরেই তার আসল উদ্দেশ্য টের পাওয়া যায়। 

 

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। যুবক জানিয়েছেন, বিধ্বস্ত অবস্থায় যুবতী বাইকে উঠে পড়ে। তাকে সাহায্যের জন্যেই হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু চলন্ত বাইকে যেতে যেতেই জানতে পারেন, ওই যুবতী আদতে চোর। চুরির উদ্দেশ্যেই বাইকে চড়ে সে। 

 

একনজরে দেখলে মনে হবে, যুবতীর বেকায়দায় পড়ে গেছে। কোনও টাকা না থাকায় বাড়ি পৌঁছতে পারছে না। তাই খানিকটা পথ এগিয়ে দেওয়ার জন্য সাহায্যের আবেদন করে। বাইকে ওঠার পরেই জানা যায়, সে চুরির উদ্দেশ্যেই বাইকে উঠেছেন। পথচলতি যেকোনও মানুষকেই টার্গেট করছে এই যুবতী। বাইকে যেতে যেতে পকেট থেকে মানিব্যাগ চুরি করেই কাজ হাসিল করছে। 

 

আরও পড়ুন: 'মেরে ফেলেছি, মেরে ফেলেছি', প্রেমিকাকে কুপিয়ে খুনের পর ভরা রাস্তায় উল্লাস! তরুণের কীর্তিতে শিউরে উঠলেন সকলে

 

?ref_src=twsrc%5Etfw">October 12, 2025

একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ওই মহিলার কীর্তি ভিডিও রেকর্ড করেন গাড়িতে বসে থাকা এক যুবক। যে বাইকে যুবতী উঠেছিল, সেই বাইকের পিছু নেন তিনি। গাড়িতে যেতে যেতেই সকলে টের পান, যুবতী হয় পকেট থেকে মানিব্যাগ চুরি করছে, নতুবা টাকা চাইছে বাইক চালকের থেকে। 

 

গাড়িটি সামনে এগিয়েই বাইক চালককে সতর্ক করেন গাড়িতে বসে থাকা যুবক। তিনি জানান, যুবতী হয়তো চোর। চুরির উদ্দেশ্যেই বাইকে উঠে লিফট চাইছে। যুবকের কাণ্ড দেখে চলন্ত বাইকে বসেই যুবতী ঝামেলা শুরু করে। চিৎকার চেঁচামেচি করে সে। ঘটনার জেরে বাইক চালক তড়িঘড়ি করে যুবতীকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করে। বিষয়টি ফাঁস হয়ে গেছে টের পেয়ে, যুবতীও ওড়না দিয়ে মুখ ঢেকে পালানোর চেষ্টা করে। 

 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে এক যুবক লেখেন, 'শ্লীলতাহানি ও টাকা চুরির অভিযোগে জানিয়ে লিফট চাইছে এক যুবতী। বিধ্বস্ত অবস্থায় বাইকে উঠে খানিকটা পথ এগিয়ে দেওয়ার জন্য আর্জি জানায়। কিন্তু বাইকে উঠেই টাকা চুরি করার জন্য উঠেপড়ে লাগে। এই যুবতীকে রাস্তায় দেখলে সতর্ক থাকবেন।' ঘটনাটি ঘিরে লখনউয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। রাতবিরেতে কাউকে সাহায্য করলেও, সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সকলে।