আজকাল ওয়েবডেস্ক: যদি ভাল টাকা আয় করতে চান তাহলে পোস্ট অফিসের থেকে ভাল জায়গা আর কোথাও পাবেন না। এখানেই একটি নির্দিষ্ট সময় পর মিলবে ভাল রিটার্ন। পোস্ট অফিসের কিছু ছোটো বিনিয়োগ স্কিম রয়েছে। সেখানে যদি একটু হিসাব করে বিনিয়োগ করতে পারেন তাহলে দেখা যাবে একটি নির্দিষ্ট সময় পর ভাল রিটার্ন পাবেন। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম রয়েছে। সেখানে ৮ লক্ষ টাকা পেতে পারেন। সেজন্য মাসে বিনিয়োগ করতে হবে মাত্র ৫ হাজার টাকা।


২০২৩ সাল থেকে শুরু হয়েছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। এখানে সুদের হার রয়েছে ৬.৭ শতাংশ করে। এই সুদ মিলবে প্রতি ৩ মাস অন্তর। যদি এখান থেকে ৮ লক্ষ টাকা পেতে চান তাহলে মাসিক বিনিয়োগ করতে হবে ৫ হাজার টাকা। মাত্র ৫ বছরের মধ্যে আপনি ৩ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন। এরপর ৬.৭ শতাংশ হারে সুদ দিলে আপনি ৫৬ হাজার ৮৩০ টাকা পাবেন। তাহলে ৫ বছরে আপনি পেয়ে গেলেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮৩০ টাকা।

 


এরপর আপনাকে এই টাকা নিয়ে আরও ৫ বছর ধরে এই স্কিমকে টেনে নিয়ে যেতে হবে। তাহলে ১০ বছর পর আপনি জমিয়ে ফেলবেন ৬ লক্ষ টাকা। সেখানে ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন ২ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা। তাহলে দেখা যাবে ১০ বছর পর আপনার হাতে চলে আসবে ৮ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা। 

 


এখানেই শেষ নয়, এই রেকারিং ডিপোজিট স্কিম থেকে আপনি চাইলে লোনও নিতে পারবেন। আপনি এখানে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। তবে যত বেশি বিনিয়োগ করতে পারবেন ততই আপনার লাভের টাকা ঘরে আসবে। যদি কখনও আপনি এটি বন্ধ করতে চান তখনই এর সমস্ত টাকা সেই সময়ের হিসাবে আপনি ফেরত পেয়ে যাবেন। এখান থেকে যদি লোন নিতে চান তাহলে ১ বছর পর আপনি লোন নিতে পারবেন। সেখানে ১ বছরে আপনি যে টাকা জমিয়েছেন তার ৫০ শতাংশ লোন হিসাবে পেতে পারেন। তবে লোন শোধের জন্য আপনাকে ২ শতাংশ বেশি সুদ দিতে হবে।