আজকাল ওয়েবডেস্ক : আমরা সবাই সবসময় ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে চাই । কিন্তু অনেকে জানেন না কোথায় বিনিয়োগ করবে। পোস্ট অফিসেও কিন্তু অনেক ভাল বিনিয়োগের সুযোগ রয়েছে। পোস্ট অফিসে রিডি, এফডি, পিপিএফ সহ অনেক স্কিমে বিনিয়োগ করা যায়। শুধু তাই নয়, এখন বাড়ি বসে এইসব স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
তাহলে কি পোস্ট অফিসের এফডি বাড়ি বসেই খুলতে পারা যায়। উত্তর হল , হ্যাঁ, পোস্ট অফিস এখন একেবারে আধুনিক। পোস্ট অফিসের ই-ব্যাংকিং সাইটে গিয়ে বাড়ি বসে টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারা যায়।
মোবাইলটা হাতে নিয়ে পোস্ট অফিসের ই-ব্যাংকিং সাইটে গিয়ে লগ ইন করতে হবে । পুরনো অ্যাকাউন্ট, প্যান কার্ড, কেওয়াইসি ডকুমেন্টস, এবং মোবাইল নম্বর সঠিকভাবে আপলোড করার পর সিস্টেম একটি নতুন টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে সাহায্য করবে।
এক বছরের জন্য ৬.৯%, দুই বছরের জন্য ৭.০%, তিন বছরের জন্য ৭.১% এবং পাঁচ বছরের জন্য ৭.৫% সুদের হারে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার সুযোগ রয়েছে । প্রথম বিনিয়োগ শুরু করা যায় মাত্র এক হাজার টাকা দিয়ে।
পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য এক সময় ব্যাঙ্ক যেতে হত, কিন্তু এখন আর তেমন কিছু করতে হয় না। বাড়ি বসে শুধুমাত্র মোবাইল অথবা কম্পিউটার থেকে ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে সব বিনিয়োগ সম্পন্ন করা যায়।
যদি পোস্ট অফিস এত সহজভাবে এইসব সুযোগ দেয়, তবে ভবিষ্যতে আরও অনেক কিছু সেখানেই করতে পারা যায় । এখানে বিনিয়োগের সিদ্ধান্ত সঠিক । পোস্ট অফিসের সেবা আরও সহজ, আরও নাগালের মধ্যে এসেছে।
