আজকাল ওয়েবডেস্ক: গগনায়নের সঙ্গে যুক্ত চার মহাকাশচারীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালার বিক্রমভাই স্পেস সেন্টার থেকে এদিন প্রধানমন্ত্রী বলেন, মহাকাশ বিজ্ঞানে ভারত আগামীদিনে আরও উন্নতি করবে। দেশ গগনায়নের চার যাত্রীদের থেকে অনেক কিছু জানতে চায়। এই চারজন শুধু মহাকাশচারী নন। এরা সকলেই ১৪০ কোটি ভারতীয়কে মহাকাশে নিয়ে যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজ করছেন। মহাকাশে ভারতের পৌঁছতে ৪০ বছর সময় লেগেছে। কিন্তু ভারতের উন্নতি দেখে আজ সকলেই হতবাক হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ১৯৮৪ সালে সোভিয়েত মিশনের অংশ হয়ে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশে যান। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত আগামীদিনে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। গগনায়ন ভারতকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এদিন মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে নারীশক্তির কথা ফের একবার শোনা গেল প্রধানমন্ত্রী গলায়। তিনি বলেন, মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের মহিলা মহাকাশচারীরা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। চন্দ্রায়ান হোক বা গগনায়ন উভয় ক্ষেত্রেই ভারতের মহিলা বিজ্ঞানীরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের গতি আগামীদিনে আরও বৃদ্ধি পাবে বলেও এদিন বলেন প্রধানমন্ত্রী।