আজকাল ওয়েবডেস্ক: ছুটছে ট্রেন। রেললাইনে ফসকে পড়ে গেল সারমেয়। তোলার চেষ্টা করেও সফল হননি মালিক। সাহায্যের জন্য ছুটে আসেন আশেপাশের মানুষ। কিন্তু তারপরেও ট্রেন থামিয়ে সারমেয়কে তোলা গেল না প্ল্যাটফর্মে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন একাংশের নেটিজেনরা। ওই সারমেয়র পরিণতিও অবিশ্বাস্য!

সদ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সামান্য লেট হওয়ায় ট্রেনে উঠতে পারেননি এক ব্যক্তি। ট্রেনটি ছেড়ে দেওয়ার পরেও, তা ধরার চেষ্টা করেন তিনি। সঙ্গে ছিল পোষ্য সারমেয়টি। চলন্ত ট্রেনে টেনে হিঁচড়ে পোষ্যকে তোলার চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু হিতে বিপরীত হয়। ট্রেনে ওঠা তো দূর অস্ত, স্টেশন থেকে ফসকে রেললাইনে পড়ে যায় সারমেয়টি। 

অসহায় অবস্থায় পোষ্যকে তোলার চেষ্টা করেন মালিক। তাঁকে দেখেই স্টেশনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ ছুটে আসেন। কিন্তু কেউই ট্রেনটি থামাতে পারেননি। সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি সারমেয়কে। এ ঘটনায় রীতিমতো মাথায় হাত সকলের। 

সবশেষে জানা গেছে, সুস্থ অবস্থায় পোষ্য সারমেয়টিকে উদ্ধার করা গেছে। তার কোনও চোট লাগেনি। ট্রেনের চাকার ফাঁক দিয়ে পাশের লাইনে চলে গিয়েছিল সারমেয়। উল্টোদিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি কুকুরটিকে উদ্ধার করেন। তারপর মালিকের হাতে তুলে দেন। এদিকে ভিডিও ছড়িয়ে পড়তেই, মালিকের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পোষ্যের নিরাপত্তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন কেউ কেউ।