আজকাল ওয়েবডেস্ক: ভরা ক্লাসরুম। প্রায় সকল পড়ুয়াই উপস্থিত। তাদের সামনে দাঁড়িয়ে পড়াচ্ছিলেন শিক্ষিকা। বোর্ডের দিকে পড়ুয়ারা তাকিয়ে ছিল। হঠাৎই ঘটল বিপত্তি। ভরা ক্লাসরুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিলিং ফ্যান। আতঙ্কে, ভয়ে প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পড়ুয়ারা। তা সত্ত্বেও একাধিক পড়ুয়া আহত হয়েছে। 

 

ঘটনাটি ঘটেছে একটি সরকারি স্কুলে। সেই স্কুলের মধ্যে সিলিং ফ্যান ভেঙে আহত একাধিক পড়ুয়া। যা ঘিরে তীব্র উষ্মা প্রকাশ করেছেন পড়ুয়াদের অভিভাবকরা। এমনকী স্কুলের মধ্যেও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই সরব হয়েছেন বহু সাধারণ মানুষ। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। জানা গেছে, ভোপালের বারখেদা পাঠানিতে পিএম শ্রী স্কুলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে ভরা ক্লাসরুমে ভেঙে পড়ে আস্ত সিলিং ফ্যান। ফ্যানটি ভেঙে পড়ে পড়ুয়াদের উপরেই। অনেকেই আতঙ্কে পালাতে পারলেও, কয়েকজন তাতেই চাপা পড়ে। তার জেরে ঘটে বিপত্তি। 

 

স্কুলের তরফে জানা গেছে, ঘটনার দিন প্রায় সকল পড়ুয়াই উপস্থিত ছিল। ফলে ফাঁকা ছিল না ক্লাসরুম। মনোযোগ দিয়ে সকলেই পড়া বুঝছিল। ক্লাসে ছিলেন একজন শিক্ষিকা‌। বোর্ডে লিখে পড়া বোঝাচ্ছিলেন তিনি। মাঝ পথেই বিকট শব্দ শুনতে পান তিনি। মাথা তুলে উপরে তাকাতেই দেখেন, প্লাস্টার খসে পড়ছে। এর কয়েক মিনিটের মধ্যেই চলন্ত সিলিং ফ্যানটি পড়ুয়াদের উপরে ভেঙে পড়ে। 

 

আরও পড়ুন: রোদ-বৃষ্টির খেলা চলছেই, ছুটির দিনে ৫ জেলায় অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা, দক্ষিণবঙ্গে ফের ঘনাচ্ছে দুর্যোগ

 

চিৎকার করে শিক্ষিকা ও পড়ুয়ারা পালানোর চেষ্টা করেন। তবে কয়েকজন পড়ুয়া পালাতে পারেনি। তাদের উপরেই ফ্যানটি ভেঙে পড়ে। যদিও স্কুলের তরফে জানানো হয়েছে, দু'জন পড়ুয়ার চোট তুলনামূলক বেশি। কেউই গুরুতর আহত হয়নি। সকলের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে। 

 

এদিকে পড়ুয়াদের চিৎকারের শব্দ শুনেই বাকি শিক্ষকরা তড়িঘড়ি ছুটে আসেন ক্লাসরুমে। তাদের উদ্ধার করা হয় একে একে। ঘটনার জেরে ওইদিন স্কুলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই স্কুলটির বেহাল দশা। মেরামতের জন্য আর্জি জানিয়েও বিশেষ লাভ হয়নি। আগেই দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। এমন দুর্ঘটনায় তাঁরাও স্তম্ভিত। 

 

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই জেলা শিক্ষা আধিকারিককে চিঠি লিখে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। দ্রুত স্কুলটি মেরামতের ব্যবস্থা করার আর্জিও জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে খতিয়ে দেখার পর জানিয়েছে, ভারী বৃষ্টির জেরেই ঘটনাটি ঘটেছে। ভারী বৃষ্টির পর ছাদে জল জমে যায়। সেই কারণেই প্লাস্টার খসে পড়েছে। সিলিং ফ্যানটিও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই স্কুলের বাকি ক্লাসরুমেও ছাদের বেহাল দশা বলে জানানো হয়েছে। 

 

এদিকে ভোপালের সরকারি পিএম শ্রী স্কুলের সিলিং ফ্যান ভেঙে পড়ার ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরাও সরব‌‌। একজন লিখেছেন, 'এ দেশে স্কুলেও পড়ুয়ারা নিরাপদ নয়।' একজন লিখেছেন, 'সরকারি স্কুলে পড়ুয়াদের কোনও নিরাপত্তা নেই।' আরেকজন লিখেছেন, 'আমাদের দেশে পড়ুয়ারা এ চেয়ে কয়েকগুণ ভাল পরিষেবা পাওয়ার যোগ্য। তাঁদের যথাযথ নিরাপত্তা দেওয়া হোক। নয়তো ভবিষ্যৎ অন্ধকার।'