আজকাল ওয়েবডেস্ক: রেস্তোরাঁয় প্রেমিকার সঙ্গে বসে চাউমিন খাচ্ছিলেন তরুণ। হঠাৎ তাঁদের দিকে ধেয়ে এল কিল, চড়, ঘুষি। এমনকী জুতোও। এরপরই শুরু তুমুল হাতাহাতি। এহেন কাণ্ডে রীতিমতো হতবাক পথচলতি মানুষ। জানা গেলে, ছেলেকে প্রেমিকার সঙ্গে দেখতে পেয়েই ক্ষেপে যান বাবা-মা। তারপরেই প্রকাশ্যে মারধর, জুতোপেটা শুরু করেন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ জানিয়েছে, শুক্রবার কানপুরের রাম গোপাল এলাকায় পথের ধারে একটি রেস্তোরাঁয় বসে চাউমিন খাচ্ছিলেন ২১ বছরের তরুণ ও ১৯ বছরের তরুণী। সেই সময় তাঁদের একসঙ্গে দেখে ফেলেন তরুণের বাবা-মা। সঙ্গে সঙ্গে মারধর করতে তেড়ে আসেন। 

 

জনসমক্ষে যুগল শারীরিক নির্যাতনের শিকার হয়। জানা গেছে, ভরা রাস্তার মধ্যে ছেলেকে কিল, চড়, ঘুষি, থাপ্পড় মারেন তাঁর বাবা। জুতোপেটাও করেন। অন্যদিকে তরুণীর চুলের মুঠি ধরে মারধর করেন তরুণের মা। দু'জনকে বাঁচাতে ছুটে এসেছিলেন কয়েকজন। এমনকী বাইকে করে পালিয়ে যেতেও সাহায্য করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

 

পুলিশ জানিয়েছে, থানায় চারজনকেই নিয়ে এসে আলোচনা করা হয়েছিল। পরিবারের তরফে সাফ জানায়, তারা ছেলের এই সম্পর্ক আগেই মেনে নেয়নি। তারপরেও তরুণীর সঙ্গে যোগাযোগ রাখায় রাগের মাথায় মারধর করে। অন্যদিকে বাবা-মায়ের আপত্তি সত্ত্বেও সম্পর্ক ভাঙতে রাজি নন তরুণ। গোটা ঘটনাটি ঘিরেই তদন্ত চলছে।