আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আখাল জঙ্গলে ফের নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হল এক সন্ত্রাসবাদী। জানা গিয়েছে, এই অপারেশনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এখ জঙ্গি। পাশাপাশি, আরও দু’জনকে এখনও ঘেরাও করে রাখা হয়েছে বলে জানিয়েছে চিনার কর্পস। শুক্রবার রাতে এই অভিযান চালিয়ে নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’। জানা গিয়েছে, নিহত জঙ্গি এবং যাদের ঘেরাও করে রাখা হয়েছে সেই সন্ত্রাসবাদীরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁও হামলার পর এই সংগঠনই হামলার দায় স্বীকার করে নিয়েছিল।

জানা গিয়েছে, অপারেশন আখালে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করা হলে, সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়, যার পরেই জঙ্গলের ভিতর গুলির লড়াই শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীরা সম্ভবত শ্রীনগরের কাছে ডাচিগাম ন্যাশনাল পার্কের ভিতর লুকিয়ে রয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, এই সংঘর্ষের কয়েকদিন আগেই সংঘটিত হয় ভারতীয় সেনার অপারেশন মহাদেব। সেই অপারেশনে তিন পাকিস্তানি জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে অন্যতম লস্করের শীর্ষ কমান্ডার সুলেমান শাহ ওরফে মুসা ফৌজি। জানা গিয়েছে, মুসাই পহেলগাঁও হামলার মূল চক্রী ছিল। অপারেশন মহাদেব অভিযানে তিন জঙ্গিকে নিকেশ করার পাশাপাশি একটি বড় অস্ত্রভান্ডার উদ্ধার করে ভারতীয় সেনা। যার মধ্যে ছিল ১৭টি গ্রেনেড, একটি M4 কারবাইন ও দুটি AK-47 রাইফেল।

?ref_src=twsrc%5Etfw">August 1, 2025

গোয়েন্দা তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে মোট পাঁচজন সন্ত্রাসবাদী সক্রিয় ছিল। যার প্রত্যেকেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সদস্য বলে ধরা হচ্ছে। তার মধ্যে তিনজন অপারেশন মহাদেবে, একজন আজ অপারেশন আখালে নিহত হয়েছে। এখন একমাত্র একজন সন্ত্রাসবাদী পলাতক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, যতক্ষণ না শেষ সন্ত্রাসবাদীকেও নিস্ক্রিয় করা যাচ্ছে, ততক্ষণ অভিযান চালানো হবে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অপারেশন মহাদেব শুরু করে সোমবার। ভারতীয় সেনার চিনার কর্পস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অপারেশন মহাদেব সম্পর্কে তথ্যও দেয়।

একটি পোস্টে তারা জঙ্গিদের তল্লাশিতে ওপি মহাদেব চালুর কথা জানায়। পরে আরও একটি পোস্টের মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘তীব্র গুলির লড়াইয়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে’। এর আগে গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেদিন। নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। ৭ মে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হানে ভারত। অপারেশন সিঁদুর। ১৯৭১-এর পর প্রথমবার একযোগে তিন সেনা বাহিনীর হামলা পাকিস্তানের উপর। অপারেশন সিঁদুরের পরেই, জানানো হয়, বুধবার, রাত ১টা ৪৪ নাগাদ হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলা চালানোর পর সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল।