আজকাল ওয়েবডেস্ক: হাওড়া-দিল্লি এক্সপ্রেসের কামরায় এক মধ্যবয়সী পুরুষ যাত্রীর অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়াল। ট্রেনে উঠে তিনি শুধু নিজের আসন দখল করেই ক্ষান্ত হননি, গোটা কামরাকেই কার্যত নিজের ব্যক্তিগত 'ঘর' বানিয়ে ফেলেন। প্রকাশ্যে স্নান, তেল মালিশ, কাপড় শুকোনো, অশ্লীল অঙ্গচালনা ও বিড়ি খাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শেষপর্যন্ত তাঁকে ট্রেন থেকে নামিয়ে গ্রেপ্তার করে RPF।

সূত্রের খবর, ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ব্যক্তি বাথরুমে গিয়ে স্নান সেরে ফেরেন গামছা পরে ভিজে শরীর নিয়ে। এরপর প্রকাশ্যে তেল মেখে ফেলেন মাথা ও শরীরে। গামছা শুকোতে চেনের সঙ্গে দড়ি বেঁধে ঝুলিয়ে দেন, যা রেলের নিয়মবিরুদ্ধ। তার পর শুরু হয় অশ্লীল অঙ্গচালনা, যা আশেপাশের যাত্রীদের অত্যন্ত অস্বস্তিতে ফেলে।

খাবার খাওয়ার সময় মোবাইলে পুরোনো বাংলা গান চালিয়ে, কাগজ পেতে থালা-বাটি সাজিয়ে তিনি যেন পিকনিক শুরু করেন। কিন্তু যাত্রীরা ধৈর্য হারান যখন তিনি লুঙ্গির ভাঁজে বিড়ির প্যাকেট গুঁজে দরজার কাছে গিয়ে ধূমপান শুরু করেন। RPF তৎক্ষণাৎ এসে তাঁকে পাকড়াও করে। অভিযুক্ত জরিমানা দিতে অস্বীকার করায় হাওড়া স্টেশনে তাঁকে নামিয়ে এনে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা (অশ্লীলতা), রেল অ্যাক্টের ধূমপানবিরোধী ধারা এবং গণপরিবহনে শৃঙ্খলাভঙ্গের অপরাধে গ্রেপ্তার করা হয়।

রেল কর্তৃপক্ষের বার্তা, ট্রেন কোনও ব্যক্তির ঘর নয়, এটি গণপরিবহণ। যাত্রীদের শালীনতা ও নিয়ম মেনে চলাই কাম্য, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।