আজকাল ওয়েবডেস্ক: স্কুলজীবনে ছাত্ররা স্যর বা ম্যাডামের কথা না শুনলে বা পড়া না বলতে পারলে তাঁদের শাস্তি দিতে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হত। স্কুলজীবনের সেই পরিচিত দৃশ্য দেখা গেল এবার নয়ডার এক সরকারি দপ্তরে। কর্মীরা নির্দেশ পালন না করায় টানা ২০ মিনিট দাঁড়িয়ে থেকে শাস্তি পেতে হল।

আবাসন দফতরের কাউন্টারের সামনে বহু ক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ গ্রাহক। বয়স্ক সেই ব্যক্তিকে অপেক্ষা না করিয়ে তাঁর কাজ তাড়াতাড়ি সেরে ফেলার নির্দেশ এক মহিলা কর্মীকে দিয়েছিলেন দফতরের উচ্চ অধিকর্তা। কিন্তু তাঁর নির্দেশ মানেননি কর্মী। বহু ক্ষণ ধরে সেই বৃদ্ধ দফতরের মধ্যেই অপেক্ষা করছিলেন। এর পরেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন কর্তা। কর্মীদের শাস্তি দিতে টানা ২০ মিনিট দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন তিনি। সমাজমাধ্যমে সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। 

?ref_src=twsrc%5Etfw">December 17, 2024

সোমবার এই ঘটনাটি নয়ডার আবাসন দফতরে ঘটেছে। সেই দফতরের সিইও পদে রয়েছেন লোকেশ এম। ২০০৫ সালের আইএস আধিকারিক তিনি। সদ্য লাগানো সিসিটিভি ক্যামেরাতে তিনি দেখতে পান এক জন বৃদ্ধ গ্রাহক অনেকক্ষণ ধরে কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন। লোকেশ তখন দপ্তরের এক মহিলা কর্মীকে ডেকে ওই বৃদ্ধের কাজটি দ্রুত সেরে ফেলার নির্দেশ দেন। তিনি আগেই কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ষাটোর্ধ্ব কোনও ব্যক্তিকেই অফিসে গিয়ে কাজের জন্য দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে না হয়। 

সেই নির্দেশেও কাজ হয়নি। উপযুক্ত শাস্তি দিতে দফতরের ১৬ জন কর্মীকে ২০ মিনিট দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন তিনি। সেই সময় কর্মীদের যে কাজই থাকুক না কেন, সব দাঁড়িয়েই সারতে হবে, এমনই নির্দেশ দেন লোকেশ। পরবর্তী ২০ মিনিট মুখ বুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় কর্মীদের। আইএএস লোকেশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন সকলে।